Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন 
২১/০৭/২০২১~~~~~~~~~~কল্যাণ ভট্টাচার্য্য~~~~~~~~~~~উপেক্ষিত অবশিষ্ট ~~~~~~~~~~~
সময়ের কাছে রেখে গেলাম কিছু অভ্যাস— মেঘ ওড়ে নীরব শব্দের ভিড়ে গভীরেআস্তিন উজাড় করে নিয়ে গেল যা কিছু পুরোনোবাকি থেকে গেছে অদৃশ্য ঝিঁ…

 


সৃষ্টি সাহিত্য যাপন 


২১/০৭/২০২১

~~~~~~~~~~

কল্যাণ ভট্টাচার্য্য

~~~~~~~~~~~

উপেক্ষিত অবশিষ্ট 

~~~~~~~~~~~


সময়ের কাছে রেখে গেলাম কিছু অভ্যাস— 

মেঘ ওড়ে নীরব শব্দের ভিড়ে গভীরে

আস্তিন উজাড় করে নিয়ে গেল যা কিছু পুরোনো

বাকি থেকে গেছে অদৃশ্য ঝিঁঝিঁর ডাক

হয়তো কবরের শেষ মাটিতে নিঃশব্দে বিলীন। 


অন্তহীন পেঁচার গন্ধে শতাব্দী প্রাচীন রাত

দৃষ্টির পথে চাঁদের পিঠ আঁচড়ায় বারবার 

নিহত অক্ষর খুঁজে যায় অসহায় নিঃসঙ্গ। 

পাখির ঘুমে শিশির ভেজা নীরব অরণ্য

উলঙ্গ শূণ্যের পিঠে নিয়ন সভ্যতার আসরে

ভীষন গভীরে পদক্ষেপের উল্লসিত দৃষ্টি

ঘাম গন্ধের উষ্ণতায় নিঃশ্বাসে একটু উত্তাপ —

মাঝের ব্যবধানে শুধু দৃষ্টির শব্দ ভাসে। 

হয়তো স্পর্শহীন অসহায় আকাঙ্ক্ষা নীরবে

বৃষ্টি ভেজা দুটো চোখ আঙুলের গলি ধরে। 


পুরোনো রং দিয়ে আবার যদি ক্যানভাস ভরো 

তুলির শেষ টানে হয়তো ফুটে উঠবে—

সময়ের বারান্দায় ঝুলন্ত অভ্যাস গুলো

ঘড়ির শব্দে ক্লান্তিরা এখন কবরের শেষ ঘুমে।