সৃষ্টি সাহিত্য যাপনকবিতা :- হঠাৎ নামলো বৃষ্টিকলমে :- সঞ্জয় কুমার পালতারিখ :- ১৩/০৭/২০২১ ইংরেজী।*****************************আমরা তখন রথের মেলায়বললে খাবে কাটাগজা আর মিষ্টি,আমি গেলাম কিনে আনতেহঠাৎ আকাশ ফেটে নামলো বৃষ্টি।
আমি দৌড়ে এস…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা :- হঠাৎ নামলো বৃষ্টি
কলমে :- সঞ্জয় কুমার পাল
তারিখ :- ১৩/০৭/২০২১ ইংরেজী।
*****************************
আমরা তখন রথের মেলায়
বললে খাবে কাটাগজা আর মিষ্টি,
আমি গেলাম কিনে আনতে
হঠাৎ আকাশ ফেটে নামলো বৃষ্টি।
আমি দৌড়ে এসে দেখলাম তুমি
বৃষ্টিতে ইচ্ছে করেই ভিজলে
আমার হাতের পুটলিটা দেখেই
তুমি খিলখিলিয়ে হাসলে ।
আমি বললাম হাসার কি আছে
বৃষ্টি নামলো বলে,
গজা মিষ্টিটা খেয়ে নাও আগে
এখন কি হাসা চলে?
তুমি বললে মেপে দেখলাম
তোমার প্রেমের গভীরতা,
বৃষ্টি এসে সব পানসে করে দিলো
নেমে এলো কেমন স্থবিরতা।
আমি বললাম-
পালিয়ে এসেছো রথের মেলায়
কিছুইতো বলা হলো না,
বৃষ্টির জলে ভিজে হলে জবুথুবু
এখন একটা কিছু বলো না।
তুমি বললে-
"তোমায় আমি ভালোবাসি, বুঝেছো?
এটাই আমার শেষ কথা,
এবার তুমি কথা দাও, ভুলেও আমায়
দিবে না কোনদিনও ব্যথা ।
আমি বললাম -
একি বলছো তুমি
আমি দেবো তোমায় ব্যথা !
হোক না বিয়ে খুঁজে পাবে তখন
আমার প্রেমের গভীরতা।
হাসলে তুমি মিষ্টি করে, বললে-
দেখা যাবে তা পরে,
ভাবো এবার ভেজা শরীর নিয়ে
ফিরি কেমনে ঘরে?
ফেরা হলো ঘরেতে ঠিকই
আর কোনদিনও পাইনি দেখা,
ক'দিন পরই বাজলো সানাই
মেনে নিলাম কপালের লেখা।
রথযাত্রার দিন এলে এখন আর
মেলাতে তেমন যাই না,
মনে পড়ে তুমি ধরেছিলে সেদিন
কাটাগজা আর মিষ্টির বায়না।
************