কবিতা ঃ দেনমোহর কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ তারিখ ঃ১৩/০৭/২০২১
আজ আমার শ্রেষ্ঠতম শুভদিনেতোমারে কি দিয়া করিবো বরণ,টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই নেই সাধ্য নেই তবে কি তুমি করিবে বারণ।
আমার দেহভক্ষের মনটাই বড় পুঁজি তবুও তোমার অস্তিত্বে সুখ …
কবিতা ঃ দেনমোহর
কবি ঃগোলাপ মাহমুদ সৌরভ
তারিখ ঃ১৩/০৭/২০২১
আজ আমার শ্রেষ্ঠতম শুভদিনে
তোমারে কি দিয়া করিবো বরণ,
টাকা পয়সা স্বর্ণ অলংকার কিছুই নেই
সাধ্য নেই তবে কি তুমি করিবে বারণ।
আমার দেহভক্ষের মনটাই বড় পুঁজি
তবুও তোমার অস্তিত্বে সুখ খুঁজি,
কাগজের কাবিনে নিজেকে দিয়েছি সঁপে
তোমার অঙ্গে মিশে রবো আমি সাজি।
আমার যে কিছুই নাই তোমারে দিবার সখি
দেনমোহর নির্ধারণ আমার দুটি আঁখি,
জীবনের তরে আমাতে থাকিবে মিশে তুমি
কথা দিলাম কোনদিন দিবো না ফাঁকি।
কোন রকম বিবাহের আয়োজন করিয়াছি আমি
বার হাত বেনারসি অঙ্গে জড়িয়াছ তুমি,
আজ এই মধুর লগনে করিও মোরে তুমি ক্ষমা
তুমি যে বড় অমূল্য ধন মোর শ্রেষ্ঠ উপমা।
তোমার দেনমোহর পরিশোধ করিবার সাধ্য
যদি আমার জীবদ্দশায় না হয় পূর্ণ,
তোমার অন্তর থেকে করিয়া দিও ক্ষমা
যদি চাও,স্বামী রে ভাবিও অতি নগণ্য।