#সৃষ্টি_সাহিত্য_যাপন#শিরোনাম_রথযাত্রা #কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত#তারিখ_১২_০৭_২০২১_ইং ---------------------------রথের মেলা রথের মেলা মহাধুমধাম,আষাঢ় মাসে মনে পড়ে মাসীর বাড়ির নাম।জগন্নাথ সুভদ্রা বলরাম সাজবে সবাই,সাজবে সবাই নতুন স…
#সৃষ্টি_সাহিত্য_যাপন
#শিরোনাম_রথযাত্রা
#কলমে_মৃণাল_কান্তি_পণ্ডিত
#তারিখ_১২_০৭_২০২১_ইং
---------------------------
রথের মেলা রথের মেলা মহাধুমধাম,
আষাঢ় মাসে মনে পড়ে মাসীর বাড়ির নাম।
জগন্নাথ সুভদ্রা বলরাম সাজবে সবাই,
সাজবে সবাই নতুন সাজে ধন্য হবে ধাম।।
ভক্তদের মনবাসনা হবে পূরণ রথের দড়ির টানে,
ভাই-বোন তিনজন যাবে মাসীর বাড়ি রথে চড়ে।
রথ চলবে সমারোহে "প্রভু জগন্নাথ" ধ্বনিতে,
সঙ্গী হবে সারিসারি ভক্তজন খুশির কলেবরে।
আয়োজনে লোকারণ্যে ভরা রবে মেলা প্রাঙ্গণ,
হবে কেনাকাটা বুট বাদাম হরেক রকম খেলনা।
ভেঁপু বাঁশীর সুর ছন্দে ভরে যাবে সকল শিশুমন,
ঘোরাঘুরি করে রাখিতে হবে তাদের আবদার বায়না।
ইন্দ্রিয় রিপুর ভাবনায় মানব সমতুল্য,
দু'শো ছয় কাঠে গড়া পুরীর রথ।
সাতদিন পর আসিবে আবার ঘরে ফিরে,
ষোল চাকায় ভর করে চলে সেই রাজপথ।