12/07/21
বিষয়// সম্পর্ক
কলমে// জ্যোৎস্না দত্ত
অভিমানের ভাষা সে যদি বুঝতো,তাহলে কখনোই ছেড়ে যেতো না.ইচ্ছে করলেই কাছে এসে হাত টি ধরে,অনায়াসেইঅভিমান ভাঙ্গাতে পারতো,কিন্তু করে নি.কেনো করবে এমন টি সে?সম্পর্ক তো আজ পুরনো,পুরনো বইয়ের মতো…
12/07/21
বিষয়// সম্পর্ক
কলমে// জ্যোৎস্না দত্ত
অভিমানের ভাষা সে যদি বুঝতো,তাহলে
কখনোই ছেড়ে যেতো না.
ইচ্ছে করলেই কাছে এসে হাত টি ধরে,অনায়াসেই
অভিমান ভাঙ্গাতে পারতো,কিন্তু করে নি.
কেনো করবে এমন টি সে?
সম্পর্ক তো আজ পুরনো,পুরনো বইয়ের মতো,
ধুলো মাখা,ফেলে রাখা,ভুলে যাওয়া.
বুঝলাম,সম্পর্ক ঠিক নতুন গল্পের বইয়ের মতো.
যখন হাতে আসে, তখন প্রথম পৃষ্ঠা থেকে শেষ
পৃষ্ঠা তাড়াতাড়ি পড়ে,আবার কোন এক নতুন
বই পড়ার আশা.
যেনো ঠিক সম্পর্কের প্রথম অধ্যায়,যেমন ছেলেটি
মেয়েটির সাথে কথা বলার হাজারো অজুহাত খোঁজা,বার বার ফোন করা,মিথ্যে অজুহাতে বলা
ভুল করে লেগে গেছে,এমনই করেই,ছেলেটি
মেয়টি কে যখন পুরো পড়ে নেয়,তখন আবার
হাজারো অজুহাত খোঁজে মেয়েটিকেএড়িয়ে যাবার
এমনই যদি সম্পর্ক হয় ,তবে তাকে ভালোবাসা
নাম দেওয়া যায় না.