সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : আমার আমি কলমে : জয়শ্রী হালদার
আমি কখনো বলিনি--আমার মরা গাঙে জোয়ার এনে দাও,আমি কখনো বলিনি আত্মভোলা আমিটাকে, ইচ্ছে প্রজাপতির মতো উড়িয়ে দিয়ে আমার মনের ক্ষতস্থানগুলোর মলম হও।কঠিন জীবনের রণকে সঙ্গে নিয়ে…
সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা : আমার আমি
কলমে : জয়শ্রী হালদার
আমি কখনো বলিনি--
আমার মরা গাঙে জোয়ার এনে দাও,
আমি কখনো বলিনি আত্মভোলা আমিটাকে,
ইচ্ছে প্রজাপতির মতো উড়িয়ে দিয়ে
আমার মনের ক্ষতস্থানগুলোর মলম হও।
কঠিন জীবনের রণকে সঙ্গে নিয়ে
একা একা পথ চলতে আমি শিখেছি,
ব্যর্থতার যোগফলের সাথে
আপোষ করতে শিখেছি।
একটু একটু করে শিখে গেছি
মনের সূক্ষ্ম অনুভূতি গুলোকে দমন করতে।
প্রিয়জনের থেকে নিক্ষিপ্ত হতে হতে ,
আজ আমি ক্লান্ত।
আমাকে প্রতিনিয়ত আহত করেছে
তাদের কঠিন বাক্যবাণ।
আজ বুঝেছি, শান্তির বাতাবরণ
আমার জন্য একেবারেই বেমানান।
বেয়াড়া বিবাগী মন আজ
সুপটু শিকারীর শিকার হতে চায় না।
কৃষ্ণকলি ঐ মেঘের কিনারায়
মুক্ত বিহঙ্গের ন্যায় উড়তে চায় এ মন।
তোমাকে আমি আমার নয়ণের মণি করেছিলাম,
আমার সবটুকু উজাড় করে তোমায় দিয়েছিলাম।
নিজের দিকে ফিরে দেখা হয়নি,
দেখা হয়নি আমার ভীতরকার আমিটাকে।
কোথায় যেন হারিয়ে ফেলেছিলাম আমার আমিত্বকে।
আজ আমি শিখেছি নিজেকে ভালোবাসতে।
আমি আর দেখতে চাইনা
তোমার বিবস্ত্র চোখের একফোঁটা জল,
আমার কাজল কুন্তল এলিয়ে
শ্রাবণ সন্ধ্যার বৃষ্টির ফোঁটাগুলো
আঙ্গুলের নিবিড় স্পর্শে আলিঙ্গন করতে শিখেছি-
আজ আর আমি একা নই- আমার সাথে
সমগ্র পৃথিবীর সৌন্দর্যের আধার
নামনাজানা পাখির কলতান,
ঝরনাধারার মনমাতানো কলোকলো শব্দ,
রঙবেরঙের ফুল ফল।
আমি আজ আর নই বিষন্ন-
আমি আজ কেবল আমাতেই মগ্ন।।