আমার পরী ***********সৃষ্টি সাহিত্য যাপন। *****************কোলকাতার সেই পরীটা আজও সেই আগের মতো আছে। চারিদিকে সাজানো আলোর মাঝে উজ্জ্বল।ছেলেবেলায় দেখা এক আশ্চর্য অনুভূতি এখনো আনন্দ দেয় প্রতিদিন। কতো রহষ্য নিয়ে আজও আপন মুগ্ধতা…
আমার পরী
***********
সৃষ্টি সাহিত্য যাপন।
*****************
কোলকাতার সেই পরীটা আজও সেই আগের মতো আছে।
চারিদিকে সাজানো আলোর মাঝে উজ্জ্বল।
ছেলেবেলায় দেখা এক আশ্চর্য অনুভূতি এখনো আনন্দ দেয় প্রতিদিন।
কতো রহষ্য নিয়ে আজও আপন মুগ্ধতায় ভীষন ব্যাস্ত।
চারিদিকে সবুজের সমারোহ, প্রেমিক যুগল সুবুজের একটু সুখ খোঁজে।
বুকের মাঝে আছে ইতিহাসের নানা কাহিনি, ভীষন রহষ্যময়ী পরী।
দেখিনি তার ঘুর্নায়মান রূপ,শুনেছি তার জীবনের গল্প কথা।
কোন গভীর রাতে নাকি হারিয়ে যেত,কখন , অথবা হোত কালো রূপের।
মহারানী ভিক্টোরিয়ার প্রাসাদে ছিলো বহু মানুষের যাতায়াত।
ইতিহাসের নানা মুহূর্ত খুঁজে পাওয়া যায়এই শুভ্র প্রাসাদের অন্তস্থলে।
জানিনা পরী অভিমানী কিনা,সবুজ আর শুভ্রতার মাঝে মন খারাপ হয় কিনা।
সবুজ পথের পাশে আজ বিশাল রাস্তা,অহরহ ভীর বাসের আনাগোনা।
আজও ভীষন উজ্জ্বল আমার স্বপ্নের পরী,ডানামেলে অপেক্ষায়।
নিশুতি রাতে অভিসারে যায় কিনা জানা নেই, হয়তো গোপন প্রেমিক আছে।
প্রতিদিন হাজারো প্রেমিক প্রেমিকার আনাগোনা দেখে অভিমানে নিশুতি রাতে অভিসারে।
একা থাকার নরক যন্ত্রনার প্রকাশ নেই,ডানা আছে দিনের আলোয় হয়তো বাঁধা মন।
থাকুক আমার স্বপ্নের পরী অম্লান হয়ে,ভাবনায় থাক চিরসুখের পরী।।
"মেঘদূত "
15,07,2021
কোলকাতা।