Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

মুক্তির স্বাদ              আমান     ২১-০৭-২০২১যুক্তির স্বাদ কেমন লাগেবলতে পার কেহ ?এখন আমার মুক্তি চাহেহৃদয় জীবন দেহ।
ঢের হয়েছে ঝাল মিষ্টিটক তিতার স্বাদ নেয়া,জীবন যেন পানসে আবারজহর লবন দেয়া।
তাই বুঝিনি জীবনের স্বাদজীবনটা মোর কি…

 


মুক্তির স্বাদ

              আমান

     ২১-০৭-২০২১

যুক্তির স্বাদ কেমন লাগে

বলতে পার কেহ ?

এখন আমার মুক্তি চাহে

হৃদয় জীবন দেহ।


ঢের হয়েছে ঝাল মিষ্টি

টক তিতার স্বাদ নেয়া,

জীবন যেন পানসে আবার

জহর লবন দেয়া।


তাই বুঝিনি জীবনের স্বাদ

জীবনটা মোর কি-যে?

শেষ জীবনে জীবন নিয়ে

ভাবছি এখন নিজে।


জীবন নামের দেহটাকে

দেইনি অবসান,

আমার দেহ আমার সাথে

তাই করেছে মান।