বর্ষায় বসন্ত আরতী ভট্টাচার্য দাস 20/7/21আকাশ ঢেকেছে সর্বাঙ্গ কালো চাদরে,বসন্ত কথা দিয়েছে সে থাকবে সাথেআষাঢ়ে কিংবা ভাদরে। মনের ভেতর কোকিল ডাকছে কুহুকুহু,ময়ূর পেখম তুলে নাচে কেকারবে বসন্তের অদর্শনে মন করে হু হু ।কথা দিয়ে কেউ রাখে…
বর্ষায় বসন্ত
আরতী ভট্টাচার্য দাস
20/7/21
আকাশ ঢেকেছে সর্বাঙ্গ কালো চাদরে,
বসন্ত কথা দিয়েছে সে থাকবে সাথে
আষাঢ়ে কিংবা ভাদরে।
মনের ভেতর কোকিল ডাকছে কুহুকুহু,
ময়ূর পেখম তুলে নাচে কেকারবে
বসন্তের অদর্শনে মন করে হু হু ।
কথা দিয়ে কেউ রাখে না কথা,
পলাশ শিমুলেরা চলে যায় নীরবে
বুকে নিয়ে শতেক ব্যথা।
নদী ফুলে ফেঁপে ওঠে গরবে হয়ে গরবিনী,
আছড়ে পড়ে দুকুল ছাপিয়ে ভাসায় ধরণী।
কৃষকের চোখে ঝরে মুক্তো রাশি রাশি,
গোলা ঝলমলিয়ে উঠবে হাসি আর হাসি।
জেলের মুখ যেন হীরকের খনি,
চারিদিকে দেখো কতো পান্না নানা মণি।
বসন্ত হেসে বলে আমি তো আছি সাথে,
সবসময় আষাঢ়ে কিংবা ভাদরে
ঋতু আসে ঋতু যায় নানা রঙ নিয়ে,
আমি তো সদাই থাকি গোপনে হৃদয়ে।