দৈনিক কবিতা প্রতিযোগিতাকলমে - মৌমিতা হালদারশিরোনাম- " শিক্ষার মূল্য"তারিখ - ২১/৭/২০২১
শিক্ষাই জ্যোতি মোদের শিক্ষাই জীবনের সার.. এই জ্যোতির দিব্য আদায় জীবন হয় উদ্ধার। শিক্ষার আলোয় অজ্ঞ মুর্খের জীবন হয়েছে আলোক্ষয়িষ্ণু…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
কলমে - মৌমিতা হালদার
শিরোনাম- " শিক্ষার মূল্য"
তারিখ - ২১/৭/২০২১
শিক্ষাই জ্যোতি মোদের শিক্ষাই জীবনের সার..
এই জ্যোতির দিব্য আদায় জীবন হয় উদ্ধার।
শিক্ষার আলোয় অজ্ঞ মুর্খের জীবন হয়েছে আলো
ক্ষয়িষ্ণুব্যথিত ভগ্নহৃদয় শিক্ষার পরশে হয়েছে ভালো
পিতামাতাই পথপ্রদর্শক, জীবনের শ্রেষ্ঠ গুরু
তাঁদের হাতে হাত রেখেই মোদের জীবন শুরু
স্কুলজীবনে শিক্ষকরা হাতধরে শিখিয়েছেন বাস্তবতা,
ভুল করলেও পরম যত্নে দেখিয়েছেন সঠিক রাস্তা।
শিক্ষার প্রদীপ জ্বালতে হবে এই প্রতিভা বিকাশে,
জ্ঞানের আলো ছড়িয়ে দাও অশিক্ষার আকাশে
শিক্ষার পরশে হলাম মোরা সত্য নির্ভিক যাত্রী
আলোয় পথ অনুসরণ করে চলে সকল ছাত্র ছাত্রী।
শিক্ষার আলোয় সমস্ত পৃথিবীকে গড়ে তুলতে চাই,
থাকবনা কভু মুর্খ মোরা এই জীবনে প্রতিশ্রুতি তাই।
স্কুল কলেজ সকল স্থানে শিক্ষা দেব ছড়িয়ে,
অপরাধ মূলক কাজকে দেব পুরোপুরি সরিয়ে।
আমার শপথ দৃঢ় জ্ঞানের প্রদীপ জ্বালিয়ে যাবো,
সমস্ত পৃথিবীর অজ্ঞদের মুক্তির বার্তা দেবো
জ্ঞানের প্রদীপ জ্বালতে পেরে ধন্য আমার জীবন,
শিক্ষাগুরুর প্রতি করলাম হৃদয়ভরা শ্রদ্ধা অর্পণ।