Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুরে জাতীয় পতাকা দিবস পালন

. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে পালিত হলো জাতীয় পতাকা দিবস। বৃহস্পতিবার ছিল জাতীয় পতাকা দিবস। বহু নকশা বদলের পর ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদ "তেরঙ্গা"কে ভারতের জাতীয় পতাকা হিসে…

 


. নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর...... সমাজসেবী ও সংস্কৃতিকর্মীদের উদ্যোগে পালিত হলো জাতীয় পতাকা দিবস। বৃহস্পতিবার ছিল জাতীয় পতাকা দিবস। বহু নকশা বদলের পর ১৯৪৭ সালের ২২ জুলাই গণপরিষদ "তেরঙ্গা"কে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। এদিন দুপুর গড়ালেও মেদিনীপুর শহর জুড়ে জাতীয় পতাকায় শ্রদ্ধার্ঘ্য জানাতে এগিয়ে আসেননি কেউই। শেষমেষ এগিয়ে আসেন সমাজসেবী ও সংস্কৃতিকর্মী দিয়ে কয়েকজন।


মেদিনীপুর স্টেশন ও দ্বারিবাঁধে পুকুর সংলগ্ন এলাকায় আগে দেখা যেত দীর্ঘ জাতীয় পতাকা।পতপত করে উড়ত সেই পতাকা।সেই পতাকা আজ আর নেই। তাই শহর ঘুরে সমাজসেবী শিক্ষক মনিকাঞ্চন রায়, সমাজসেবী শিক্ষক নরসিংহ দাস, সঙ্গীতশিল্পী অর্ণব সেন, সংস্কৃতিপ্রেমী জয়ন্ত মণ্ডল ও কবি নিসর্গ নির্যাস মাহাতো প্রথমে কেরানীটোলায় জাতীয় পতাকার অন্যতম রূপকার অস্ত্রগুরু হেমচন্দ্র কানুনগোর আবক্ষমূর্তিতে মাল্যদান করেন। এরপর মেদিনীপুর কলেজ কলেজিয়েট ময়দান সংলগ্ন স্বাধীনতা সংগ্রামীদ, বিপ্লবী ও শহিদদের মূর্তির সঙ্গে চরকা যুক্ত জাতীয় পতাকায় মাল্যদান ও পুষ্পার্ঘ্য নিবেদন করেন।