Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা-- কেটেছে একেলা=============সত্যজ্যোতি রুদ্র২১/০৭/২০২১………………………………………………………………একফালি চাঁদ আলো জ্বালাতে আসেনি,পড়ন্ত বেলায় সোনালী দিনমণিরএক চিলতে রোদও গায়ে মাখেনি,সন্ধ্যাতারা জ্বলে উঠতেই মেঘের আড়ালে লুকিয়ে হ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা-- 

কেটেছে একেলা

=============

সত্যজ্যোতি রুদ্র

২১/০৭/২০২১

………………………………………………………………

একফালি চাঁদ আলো জ্বালাতে আসেনি,

পড়ন্ত বেলায় সোনালী দিনমণির

এক চিলতে রোদও গায়ে মাখেনি,

সন্ধ্যাতারা জ্বলে উঠতেই 

মেঘের আড়ালে লুকিয়ে হাসলো,

বড্ড অভিমানী পরিযায়ী স্বপ্নগুলো

মন কেমনে ভাসলো।

নিবিড় আঁধারের গায়ে

জোনাকির আনাগোনা ছিলো, 

রিমঝিম ছন্দে বৃষ্টির তাল

তেমনটি আর বাজলো না,

মেঘে ভাসমান জলতরঙ্গের ডামাডোলে

ময়ূরীও পেখম তোলল  না, 

বিনি সুতোয় মোড়ানো দেহ পিঞ্জিরা

ঘোর আচ্ছাদনে পড়ে রইলো।

মাটির সোঁদা গন্ধ আর 

চঞ্চলা বায়ে রেণুমাখা পরশে

শিহরণ জাগালো মন নিকুঞ্জে। 

বিহ্বল বাসনাগুলো নীলাভ রঙে 

ছড়িয়ে পড়ে আমার আকাশের গায়।

গাঢ় হয়ে জমে থাকা 

এক টুকরো মেঘ কি আর 

সে আকাশকে ঢাকতে পারে?

ঝড়-ঝঞ্ঝা বইছে শত,

বাতাসের কানে কানে কথাগুলো অবিচল। 

মাঝে মাঝে দমকা হাওয়া বয়ে বেড়ায়,

মেঘ কন্যা আঁচল ওড়ায়,

কখনো এলোকেশীর মতো দেহ জড়ায়।

আজ পাহাড়ী ঝর্ণা নাই-বা হলে

বৃষ্টি হয়ে নাই-বা ঝরলে

সাগরের নোনা জলের বাষ্পরথে 

নাই-বা চড়লে,তবুও আমার আকাশে 

তোমার নিত্য আনাগোনা।

আমি তো অবাধ্যতায় অটল!

তোমার উর্বর শরীরে ফসলের সমারোহ,

সে ফসল তুলতে চেয়ো না ভুলে,

নিশিথে -বারবেলা ; 

আমি আজ আকাশের মতো একেলা!