Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- বিভিন্ন পার্বণ_______________________
সারা বছর কিছু না কিছু পার্বন,লেগেই থাকে আমাদের সমাজে।অগ্রহায়ণে নতুন ধান তোলার উৎসব,যাকে আমরা নবান্ন বলে থাকি।শীতে পিঠেপুলি উৎসব পৌষ সংক্রান্তির দিন,ফাগুনে শিবরাত্রির…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- বিভিন্ন পার্বণ

_______________________


সারা বছর কিছু না কিছু পার্বন,

লেগেই থাকে আমাদের সমাজে।

অগ্রহায়ণে নতুন ধান তোলার উৎসব,

যাকে আমরা নবান্ন বলে থাকি।

শীতে পিঠেপুলি উৎসব পৌষ সংক্রান্তির দিন,

ফাগুনে শিবরাত্রির উৎসব।

আশাঢ় মাসে রথযাত্রা উৎসব ও কাঠামো পূজো,

আশ্বিনে সবচেয়ে বড়ো উৎসব দূর্গা পূজো।

তারপর লক্ষী পূজো কালি পূজো সরস্বতী পূজো আরও নানা পূজো উৎসব।

উৎসব ধনী গরীব সকলেই আনন্দে মেতে উঠে,

বাঙলা নববর্ষ উপলক্ষে নতুন পোশাকে মন্দিরে পূজো দিতে দেখা যায়।

ভাইফোঁটা রাখী আরও কতো কি উৎসব নিয়ে মুখোরিত এই সমাজ।

নানা দুঃখ কষ্টে থেকেও এইসব নানা পার্বনে আমরা সবাই থাকি রত,

একটু আনন্দ খুঁজে নিতে।

কিন্তু এতো পার্বনের মধ্যেও সত্যি কি 

সবাই আনন্দ খুঁজে পায়।

কতো মানুষ ঠিক মতো জীবনপথে ,

না পায় অন্ন না পায় বস্ত্র না পায় বাসস্থান।

উৎসব মুখোরিত সমাজে তাদের খোঁজ রাখেনা কেউ,

আমরা নিজের মতো করে খুঁজে নিতে থাকি আনন্দ।

যখন উৎসবে আলোকিত শহর ,

তখন হয়তো কারও ঘর অন্ধকার।

ইলেকট্রিক আলো দূরের কথা ,

সামান্য লম্ফ জ্বালার সামর্থ থাকে না হয়তো।

নিত্যনতুন ইলেক্ট্রনিকস ইলেকট্রিক এর উন্নতি হচ্ছে,

আসছে আমাদের ঘরে ঘরে।

কিন্তু যাদের বাসস্থান ওই রাস্তার ধারে,

তারা থাকে নিত্যদিন অন্ধকারে।


জয়ীতা মিত্র

১২/৭/২০২১