Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন বিষয়ঃ- কবিতা শিরোনামঃ- পৃথিবীর বড় শিক্ষক 🖋️কলমেঃ- উত্তম দত্ত তারিখঃ- ২০/০৭/২০২১=================পৃথিবীর বড় শিক্ষক হোলো গিয়ে সবাই আমরা তাকে জানি একনামে,যে শেখায় সব কিছু আমাদেরকে যখন যে অবস্থায় থাকি পৃথিবীতে।
সু…

 


সৃষ্টি সাহিত্য যাপন 

বিষয়ঃ- কবিতা 

শিরোনামঃ- পৃথিবীর বড় শিক্ষক 

🖋️কলমেঃ- উত্তম দত্ত 

তারিখঃ- ২০/০৭/২০২১

=================

পৃথিবীর বড় শিক্ষক হোলো গিয়ে 

সবাই আমরা তাকে জানি একনামে,

যে শেখায় সব কিছু আমাদেরকে 

যখন যে অবস্থায় থাকি পৃথিবীতে।


সুখ দুখ হাসি কান্না যখনই 

আসবে আমাদের নিজেদের মধ্যে, 

তখনই তা শেখাবে আমাদের সেসময়ে 

কি করে বাঁচতে হবে এই ভুবনে।


এসেছি আমরা সবাই এ পৃথিবীতে 

পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জীব মানুষ হিসেবে, 

আমরাই করি শাসন এ পৃথিবীকে

তবু্ও ভুলে যাই সেই শিক্ষককে।


আজ এসেছে সময় ভাববার জন্যে 

শেখায় সবকিছু বেঁচে থাকার কারণে, 

সবাই তারে জানে এ ভুবনে

শব্দটি হলো গিয়ে 'সময়' এখানে।