সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ - কবিতাশিরোনাম - আমি বাউল সন্ন্যাসীনূপুর আঢ্য০৮/০৭/২০২১
মন আমার হয়েছে উদাস গাইছি বাউল গান,গাইতে গাইতে যাই যে চলে একতারা মোর প্রাণ।
গ্ৰামের পথেপথে ঘুরি আমি পথই আমার ঘর,আপন সুরে গান বেঁধ যাই ভাবি না আপন পর।
…
সৃষ্টি সাহিত্য যাপন
বিভাগ - কবিতা
শিরোনাম - আমি বাউল সন্ন্যাসী
নূপুর আঢ্য
০৮/০৭/২০২১
মন আমার হয়েছে উদাস
গাইছি বাউল গান,
গাইতে গাইতে যাই যে চলে
একতারা মোর প্রাণ।
গ্ৰামের পথেপথে ঘুরি আমি
পথই আমার ঘর,
আপন সুরে গান বেঁধ যাই
ভাবি না আপন পর।
যখন আমায় তোমরা ডেকে
শুনতে চাওগো গান,
নাচতে নাচতে হই বিভোর
ভাসাই সুরের তান।
লাগলে ভালো পরাণ আমার
উঠেযে খুশিতে ভরে,
নতুন নতুন বাঁধি যে গান
আবার নতুন সুরে।
এমনি ভাবে সুরের আকাশে
থাকবো বিভোর হয়ে,
ধন্য হবে জীবন আমার
যাবো আজীবন গেয়ে।