Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন।বিভাগ - গদ্য কবিতা।শিরোনাম - উপহার।কবি - অরিজিতা ঘোষ।তারিখ - ০৭.০৭.২০২১.
চাওয়া পাওয়ার বিশ্লেষণে পড়ে রইল এক মুঠো ছাই।প্রশ্ন হলো এই এক মুঠো ছাই কি চাওয়ার নাকি পাওয়ার?উত্তরে এলো সেই বিশ্লেষণ,যে বিশ্লেষণে রয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন।

বিভাগ - গদ্য কবিতা।

শিরোনাম - উপহার।

কবি - অরিজিতা ঘোষ।

তারিখ - ০৭.০৭.২০২১.


চাওয়া পাওয়ার বিশ্লেষণে পড়ে রইল এক মুঠো ছাই।

প্রশ্ন হলো এই এক মুঠো ছাই কি চাওয়ার নাকি পাওয়ার?

উত্তরে এলো সেই বিশ্লেষণ,যে বিশ্লেষণে রয়েছে জন্ম থেকে মৃত্যু।

জন্ম মুহূর্ত থেকে শুরু হয় চাওয়া পাওয়ার হিসাব।

চাওয়ার মধ্যে থাকে মা বাবার না সফল হওয়া স্বপ্নের প্রতিচ্ছবি।

থাকে শিক্ষার দৌড়ে সবার আগে পৌঁছানোর দাবি।

থাকে উচ্চ সিংহাসনে প্রতিষ্ঠিত হয়ে জীবনের পথকে মোলায়েম করার চাহিদা।।

কতই না চাওয়া,যে চাওয়ার কখনোই হয় না শেষ।

বরং তার উত্তরোত্তর বৃদ্ধিতে জীবনের প্রাণ হয় ওষ্ঠাগত।।

দৌড় আর দৌড়,কখনো এই দৌড়ের শেষে মেলে সোনা - রুপোর মেডেল।

আবার কখনো ফিরতে হয় খালি হতেই।।

চাওয়া - পাওয়ার দাঁড়ি পাল্লায় কখনো চাওয়ার পাল্লা হয় ভারী।

আবার কখনো চাওয়ার আগেই পেয়ে যাওয়া সোনার চামচে পাওয়ার পাল্লা হয় ভারী।।

তবে কখনো কখনো সোনার চামচের অভাবেও পাওয়ার পাল্লা হয় ভারী।

সেই পাল্লায় থাকে দুঃখ,দারিদ্র্য কাটানো দিনের কষ্ট।

থাকে আধপেটা খেয়ে ছেঁড়া জামায় শরীরকে ঢাকার অপমানের জ্বালা।

তাই পাওয়া অনেকটা উপহারের মত যার নেই কোনো সঠিক ধারণা।।

জীবনের এই স্বল্প পরিসরে তাই চাওয়া পাওয়ার বিশ্লেষণ চলে অনবরত।

কিন্তু সব শেষে পরে থাকে সেই চার পায়া খাট আর এক মুঠো ছাই।।

---------------*--------------