Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনীবন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

নীরবতা কৌশিক চট্টোপাধ্যায়০৬/০৭/২০২১
একটু নিরবতা চাই,একটু একাকি নিরবতা,ভাবনার সূত্রগুলো জমাট বাঁধে নাঝুঁকে আসা গাছের ডালের কথানদী কি শুনতে পায়?কত কথকতা জমে আছে তোমার বুকেকাকে শোনাবে বলোবুকের ভিতরের ব্যথা,
তুমি চুপিচুপি চলে এসো আমার…

 


নীরবতা 

কৌশিক চট্টোপাধ্যায়

০৬/০৭/২০২১


একটু নিরবতা চাই,

একটু একাকি নিরবতা,

ভাবনার সূত্রগুলো জমাট বাঁধে না

ঝুঁকে আসা গাছের ডালের কথা

নদী কি শুনতে পায়?

কত কথকতা জমে আছে তোমার বুকে

কাকে শোনাবে বলো

বুকের ভিতরের ব্যথা,


তুমি চুপিচুপি চলে এসো আমার কাছে

পিছনে রেখে এসো ব্যস্ত সময়ের ঝাঁপি

আমি আজ অখন্ড অবসরে

তোমাদের কথার অপেক্ষায়

যে কথা বলা হয়নি কোথাও, কখনও

সেই কথা এসে বলে যাও ৷

আমি আজ তোমার অপেক্ষায় ৷


তাই একাকি নিরব থাকার সময় আজ ৷

তোমাদের বুকের কথা নিরবে শুনবো আজ ৷


---------000000000---------