বিভাগ --------- কবিতা কবিতার নাম --- অভাব যখন আসে কলমে --------- তরু তালুকদার তারিখ -------- ০৫/০৭/২০২১
অভাব যখন আসে , কেউ থাকেনা পাশে। আপনজন যারা , দেয়না কেউ সাড়া । সবাই করে ভয় , কেন এমন হয় ?
কাজের খোঁজে হাঁটছি যখন , প…
বিভাগ --------- কবিতা
কবিতার নাম --- অভাব যখন আসে
কলমে --------- তরু তালুকদার
তারিখ -------- ০৫/০৭/২০২১
অভাব যখন আসে ,
কেউ থাকেনা পাশে।
আপনজন যারা ,
দেয়না কেউ সাড়া ।
সবাই করে ভয় ,
কেন এমন হয় ?
কাজের খোঁজে হাঁটছি যখন ,
পায়ের চটি ছিঁড়ছে তখন
সুইচ দিলে ঘরের বাতি ,
পটাশ করে যাচ্ছে কাটি।
পড়ছি শার্ট তাড়াতাড়ি,
বোতাম ছিঁড়ে দিলো আঁড়ি।
চাপকলে তুললে জল,
বাকেট পড়ে হয় বিকল।
জরুরী কাজে যেতে চাই ,
রাস্তায় গেলে রিকশা নাই ।
যদিওবা পাওয়া যায় ;
ভাড়া-যা, তিনগুণ চায় ।
পকেট আমার গড়ের মাঠ ,
পাচ্ছিনা তো কোনো ঘাট।
চাকরি নাই বউ আছে ,
বাবা-মা আমার কাছে।
আমি মদন করবো কি ?
ভাগ্যকে মেনে নিয়েছি ।