Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

বন্ধু আবীর চ্যাটার্জী11.07.21
 গরীব ঘরের মেয়ে আমি রোজ স্কুলেতে যাই ভালো রেজাল্ট করতে হবে  মনবাসনা  শুধু এটাই
 ছিল এক ভালো বন্ধু ভীষণ ভালো মন  পড়ার বইও দিয়ে যেত এত ভালো মন
 বাবা-ছিলেন গরিব চাষী  অভাব ছিলো ঘরে  জেদ একটাই ছিল আমার  …

 


বন্ধু

 আবীর চ্যাটার্জী

11.07.21


 গরীব ঘরের মেয়ে আমি

 রোজ স্কুলেতে যাই

 ভালো রেজাল্ট করতে হবে

  মনবাসনা  শুধু এটাই


 ছিল এক ভালো বন্ধু

 ভীষণ ভালো মন

  পড়ার বইও দিয়ে যেত

 এত ভালো মন


 বাবা-ছিলেন গরিব চাষী

  অভাব ছিলো ঘরে

  জেদ একটাই ছিল আমার

  বড় হব লেখাপড়া করে


 বিদ্যুতের আলো ছিল না 

  ছিলনা দালান ঘর

 বন্ধু এক ছিল পাশে

  বলতো আমি কি তোর পর


 যত লাগবে বই খাতা

  দেব আমি তোকে

 পরীক্ষাতে প্রথম হয়ে

 দেখাবি সবাইকে


 শেষ পরীক্ষা দিয়ে আমি

 হলাম  অফিসার

  ফাঁকি দিয়ে বন্ধু আমার

 চলে গেল ইহলোকের ওপার


 কষ্ট গুলো এখনো আমায়

 কুরে কুরে খায়

 এই জগতে এমন বন্ধু

 পাওয়া বড্ড দায়.