Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

"ঠাকুরঘর"রবীন্দ্রনাথ হালদার।কবিতা।১১/০৭/২০২১.++++++++++++++++++হয়েছিল গৃহনির্মাণের প্রয়োজন,তাই আজ করা হয়েছে গৃহপ্রবেশের আয়োজন।আমন্ত্রিত সকলেই এসেছে গৃহের প্রবেশদ্বারে,তখনই খুঁজছেন তারা ঠাকুঘরের অবস্থান বারে-বারে।অতি…

 


"ঠাকুরঘর"

রবীন্দ্রনাথ হালদার।

কবিতা।

১১/০৭/২০২১.

++++++++++++++++++

হয়েছিল গৃহনির্মাণের প্রয়োজন,

তাই আজ করা হয়েছে গৃহপ্রবেশের আয়োজন।

আমন্ত্রিত সকলেই এসেছে গৃহের প্রবেশদ্বারে,

তখনই খুঁজছেন তারা ঠাকুঘরের অবস্থান বারে-বারে।

অতি উৎসাহীজন এসেছে যারা,

প্রাসাদপ্রতীম ঘরের কোথাও ঠাকুর ঘরের খোঁজ‌ পায়নি তারা!

আড়ালে-আবডালে তারা ‌সমালোচনা করে বলে,

এত বড় ঘরে,ঠাকুরঘর না করলে চলে ?

গৃহকর্তা এমনই মীরজাফর,

এত পেরেছে কিন্তু পারেনি করতে একটা ছোট্ট ঠাকুরঘর!

যার অপার করুণায় মানব জন্ম পেলে,

বড়লোক হওয়ার পরে তাঁর কথা বেমালুম ভুলে গেলে!

এ যদি বেঈমানি না হয়,

তবে আর মীরজাফর কারে কয়!

অবশেষে অতি উৎসাহী কিছুজন জিজ্ঞাসিল গৃহকর্তার কাছে,

আপনার ঘরের কি কোথাও ঠাকুরঘর আছে ?

উত্তরিলা গৃহকর্তা~আছে-আছে।

" এবার তোমরা সবাই চলে এসো আমার পাছে-পাছে"।

সবাইকে নিয়ে হাজির হন তিনি যেথায় আছে সবচেয়ে সেরা ঘর,

সবাই দেখলেন তাকিয়ে গৃহকর্তার বৃদ্ধ পিতা-মাতা আসীন আছেন গর্ভগৃহের পর।

সবাই সমস্বরে চিৎকার করে উঠে বলল, "এ নয়তো কোনো ঠাকুরঘর,"

"এ তো দেখছি তোমার বৃদ্ধ মাতাপিতা আসীন আছেন গর্ভগৃহের পর"।

এটা নিশ্চয়ই তোমার পিতা-মাতার ঘর হবে,

তুমি ঠাকুরঘর বানালে কোথায় তবে ?

গৃহকর্তা তখন হাসিয়া কয়, "সবাই শোনো আমার কথা,খুলিয়া তোমাদের দুটি কান"।

পৃথিবীর বুকে মা-বাবার চেয়ে বড়‌ আছে কি কোনো ভগবান ?

আমি সব দেব-দেবতাকেই জানি,

তাঁদেরকে আমি ঈশ্বর বলেও মানি।

তাঁরা সবাই আছেন আমার হৃদয়জুড়ে কিন্তু তাঁরা আছেন আমার পিতা-মাতার পর,

তাইতো আমি সবার আগে বেঁধেছি মোর পিতা-মাতার ঘর।

"যে যাই বলুক লোকে,

দেখুক আমায় মন্দ চোখে",

"তাতে আমার কোনো ভ্রুক্ষেপ নাই"!

আমার জীবনে একটাই সত্য আছে ভাই,

সবার উপরে পিতা-মাতা সত্য তাহার উপরে কোনো দেবতা নাই।

আমি ঘরের যেখানেই থাকি,

আমার গৃহের সর্বোত্তম মন্দিরে আমি আমার পিতা-মাতাকেই দেবো রাখি।

এ নিয়ে আমার নেই কোনো লোকলজ্জার ডর,

পিতা-মাতার বাসস্থান তাই আমার কাছে একমাত্র ঠাকুরঘর।

প্রথা ভাঙ্গার তরে তোমরা কিন্তু আমায় নিন্দা করতে পারো ভাই,

আমার কিন্তু তাতে কোনো ভ্রূক্ষেপ নাই।

আমি আমার ঠাকুরঘরের দেবদেবী হিসেবে শুধু পিতা-মাতাকেই দেখতে চাই।