শিরোনামঃ শ্রাবণের গন্ধ
কলমে দিলীপ কুমার দাস তারিখঃ ১৮/০৭/২১
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে শ্রাবণের গন্ধ ছড়ায়, অতীতের স্মৃতি গুলো নীরবে কাঁদায়।
কত দিন মাস বছর গেছে আমার হারিয়ে, অকপটে তাড়া করে স্মৃতিরা দু'হাত বাড়িয়ে।
কষ্টের দেওয়াল গুলো …
শিরোনামঃ শ্রাবণের গন্ধ
কলমে দিলীপ কুমার দাস
তারিখঃ ১৮/০৭/২১
ঝিরিঝিরি বৃষ্টির মাঝে
শ্রাবণের গন্ধ ছড়ায়,
অতীতের স্মৃতি গুলো
নীরবে কাঁদায়।
কত দিন মাস বছর
গেছে আমার হারিয়ে,
অকপটে তাড়া করে
স্মৃতিরা দু'হাত বাড়িয়ে।
কষ্টের দেওয়াল গুলো
ফ্যাকাস রঙ ধরে
চোখের কোণে হাসির ঢেউ খেলে
অঝোরে নোনাজল ঝরে।
নদীর এ কূল ভেঙে
ওকূল গড়ে,
জোয়ার ভাটা পাল তুলে
সুখ দুখ সময়ের তরে।
সময়ের স্রোতে এঁকে বেঁকে
নদী বহমান
শত বাঁধা অতিক্রম করেও
জীবন ঘূর্ণনায়মান।
আশা, আকাঙ্ক্ষা পোষে মনে
থাকুন নাহয় কিছু অপূর্ণ
সন্তুষ্টির ঢেঁকুর তুলে
বলবো জীবন আমার ধন্য।