শিরোনাম ۔۔۔۔আমি কিন্তু নই কবি কলমে ۔۔۔۔ প্রবীর চক্রবর্তী লেক গার্ডেন্স কলকাতা ৪৫ তারিখ ۔۔۔۔۔ ১৮ / ৭ / ২১
জমে আছে অনেক ব্যাথা আবেগের বৃষ্টিতে ভেজা হটাৎ লিখতে বসা জমে থাকা সব কথা |এ মনের জলছবি ,স্মৃত…
শিরোনাম ۔۔۔۔আমি কিন্তু নই কবি
কলমে ۔۔۔۔ প্রবীর চক্রবর্তী
লেক গার্ডেন্স
কলকাতা ৪৫
তারিখ ۔۔۔۔۔ ১৮ / ৭ / ২১
জমে আছে অনেক ব্যাথা
আবেগের বৃষ্টিতে ভেজা
হটাৎ লিখতে বসা
জমে থাকা সব কথা |
এ মনের জলছবি ,
স্মৃতির পাতা ওল্টায় ,
এ কলম লিখে চলে
লকড ডাউনের অবসরে ,
কতো কি যে পরে ,
লিখে চলে অপারগ এই মন ,
তোমাদের ভালোবাসা মূলধন ,
লিখে চলে অবসরে ,
আপন আপন সুরে
হয়তো বা বেসুরে ,
সামান্য এক কমার্স এর
শিক্ষকের অপটু হাতের
লেখা গুলো ভালোবেসে
নিয়েছো তোমরা আপন করে ,
আমার বেসুরো গান ভেসে যায় বহু দূরে |
দেশ হতে দেশান্তরে ,
ভালোবেসে তোমরা নিয়েছো আপন করে ,
এই অকৃতি অধমটারে ,
বাজাই বাঁশি আপন সুরে |
এঁকে চলি ছবির পর ছবি ,
আমি কিন্তু নই কবি |