এত বন্ধ এত লকডাউন কেন/ সত্যেন্দ্রনাথ পাইন।
ভেবেছিলাম কিছু বলবো না বলে কিছু ফল পাবো না।
সব সব বন্ধ, বন্ধ ইস্কুল, কলেজ বাস , ট্রেন, মেট্রো, কাঁচা বাজার মুদিখানা, গয়নার দোকান। ছেলে মেয়েদের দল হা পিত্ত্যেশ হয়ে অন লাইনে মু…
এত বন্ধ এত লকডাউন কেন/ সত্যেন্দ্রনাথ পাইন।
ভেবেছিলাম কিছু বলবো না
বলে কিছু ফল পাবো না।
সব সব বন্ধ, বন্ধ ইস্কুল, কলেজ
বাস , ট্রেন, মেট্রো, কাঁচা বাজার
মুদিখানা, গয়নার দোকান।
ছেলে মেয়েদের দল হা পিত্ত্যেশ হয়ে
অন লাইনে মুখ গুঁজে ঘড়ির
কাঁটার মতো ঘুরছে আর ঘুরছে।
মোবাইলে প্রেম করছে, টিভিতে দেখছে
সিরিজের সিরিয়াল।
হকাররা দাপিয়ে বেরোতে পারছে না।
খিদের জ্বালা! জ্বালানি বন্ধ । শুধু নেই আর নেই----
ছেলে মেয়ের বই নেই। বৌয়ের রান্না নেই রোজগার নেই, তেল নুন হলুদ নেই
আত্মহত্যা করবে কী নিয়ে
সেটাও কেনার পয়সা নেই।
বাস ড্রাইভার, কন্ডাক্টর কোথায় কেউ আর
খোঁজ রাখে না। কেউ বলেনা--" এই শালা
জোরে গাড়ি চালা"?!
লজেন্স বিক্রির জায়গা নেই। ফুচকার স্টল নেই। অফিস বন্ধ। কলকারখানা যেন লক আপ
গেটের তালায় ধুলো জমেছে।
ইস্কুলের দিদিমনি এখন পাড়ায় তেলে ভাজা
বিক্রি করে। হাতুড়ে ডাক্তার ফলায় রমরমা ফরমান ওষুধ কেনার পয়সা দেবে কে?
বিজ্ঞাপন চলে অবিরাম অবিচ্ছিন্ন তবুও
শুনে দেখে হবেটা কী?
কে দেবে ক্ষুধার অন্ন!
শুধু মাস্ক আর স্যানেটাইজারের ফুলকি!
কে পরাবে মুন্ড মালা ওদের শ্যামা
মেয়ের গলে!?
ওরা না ভিখারি, না ধনীর দুলালী
ওরা বঙ্গজ কুকুরের মতো ছুটে বেড়ায়
কোথায় যাবে, কে বাঁচাবে ওদের
শুধু রাজনীতি আর ধোঁকা বাজি?!
পেট্রোল অগ্নি মূল্য, সব্জির দাম আকাশ ছোঁয়া
যোগাড় হবে কোথায় ,কে যোগাবে ঐ পণ্য
এখন আবার মনে পড়ে সেই অমোঘ বানী
আমার সন্তান যেন "থাকে দুধে ভাতে"!
পূর্ণিমার চাঁদ যেন হয় "ঝলসানো রুটি"!
হায়রে বিধি-- তোর লীলা বোঝা দায়!!!!
Satyendranath Pyne sonatala udayanarayanpur Howrah
711412.
W. Bengal
India.
************************
: এত বন্ধ এত লকডাউন কেন/ সত্যেন্দ্রনাথ পাইন।
ভেবেছিলাম কিছু বলবো না
বলে কিছু ফল পাবো না।
সব সব বন্ধ, বন্ধ ইস্কুল, কলেজ
বাস , ট্রেন, মেট্রো, কাঁচা বাজার
মুদিখানা, গয়নার দোকান।
ছেলে মেয়েদের দল হা পিত্ত্যেশ হয়ে
অন লাইনে মুখ গুঁজে ঘড়ির
কাঁটার মতো ঘুরছে আর ঘুরছে।
মোবাইলে প্রেম করছে, টিভিতে দেখছে
সিরিজের সিরিয়াল।
হকাররা দাপিয়ে বেরোতে পারছে না।
খিদের জ্বালা! জ্বালানি বন্ধ । শুধু নেই আর নেই----
ছেলে মেয়ের বই নেই। বৌয়ের রান্না নেই রোজগার নেই, তেল নুন হলুদ নেই
আত্মহত্যা করবে সেটাও কেনার পয়সা নেই।
বাস ড্রাইভার, কন্ডাক্টর কোথায় কেউ আর
খোঁজ রাখে না। কেউ বলেনা--" এই শালা
জোরে গাড়ি চালা"?!
লজেন্স বিক্রির জায়গা নেই। ফুচকার স্টল নেই। অফিস বন্ধ। কলকারখানা যেন লক আপ
গেটের তালায় ধুলো জমেছে।
ইস্কুলের দিদিমনি এখন পাড়ায় তেলে ভাজা
বিক্রি করে। হাতুড়ে ডাক্তার ফলায় রমরমা ফরমান ওষুধ কেনার পয়সা দেবে কে?
বিজ্ঞাপন চলে অবিরাম অবিচ্ছিন্ন তবুও
শুনে দেখে হবেটা কী?
কে দেবে ক্ষুধার অন্ন!
শুধু মাস্ক আর স্যানেটাইজারের ফুলকি!
কে পরাবে মুন্ড মালা ওদের শ্যামা
মেয়ের গলে!?
ওরা না ভিখারি, না ধনীর দুলালী
ওরা বঙ্গজ কুকুরের মতো ছুটে বেড়ায়
কোথায় যাবে, কে বাঁচাবে ওদের
শুধু রাজনীতি আর ধোঁকা বাজি?!
পেট্রোল অগ্নি মূল্য, সব্জির দাম আকাশ ছোঁয়া
যোগাড় হবে কোথায় ,কে যোগাবে ঐ পণ্য
এখন আবার মনে পড়ে সেই অমোঘ বানী
আমার সন্তান যেন "থাকে দুধে ভাতে"!
পূর্ণিমার চাঁদ যেন হয় "ঝলসানো রুটি"!
হায়রে বিধি-- তোর লীলা বোঝা দায়!!!!
Satyendranath Pyne sonatala udayanarayanpur Howrah
711412.
W. Bengal
India.