Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা শিরোনাম:- পূর্ব ফাল্গুনী কলমচি:- লিপিকুশলী ইন্দ্রনীল বসু কবিরত্ন, সাহিত্য রত্ন ১শ্রাবণ , ১৪২৮ || ১৮ জুলাই , ২০২১
অশ্রু- হিম কুহেলির জঠর ভিতর ,রতি নিন্দিতার দল , নাচে নিরন্তর ,ঝরা ফসলের ঘ্রাণে ও গানে ---ডেজি ফুলের গন্ধ, কাছ…

 


কবিতা 

শিরোনাম:- পূর্ব ফাল্গুনী 

কলমচি:- লিপিকুশলী ইন্দ্রনীল বসু কবিরত্ন, সাহিত্য রত্ন 

১শ্রাবণ , ১৪২৮ || ১৮ জুলাই , ২০২১


অশ্রু- হিম কুহেলির জঠর ভিতর ,

রতি নিন্দিতার দল , নাচে নিরন্তর ,

ঝরা ফসলের ঘ্রাণে ও গানে ---

ডেজি ফুলের গন্ধ, কাছে নাহি টানে ,

ডুমুরের গাছে, বা, কার্নিশে বাদুড়ের ঘর ,

অপব্যয়ী অতন্দ্র আগুন , মোরে, ক'রে দিলো পর !

পৃথিবীর পথরেরখা যেথা পায় লয় ,

হেলঞ্চ কলমিতে ওই, নক্ষত্রের মাস্তুলের জয়,

রাত্রি মরীটিকা , দেওদার হিজলের তলে ,

নীরব নিশিথীনি মোরে, কত কথা বলে !

ঝিরিঝরি বাঁশঝাড়ে যখন হিল্লোল ,

দখিন সাগরে জাগে সুর কল্লোল ।।