বিভাগ কবিতাবন সৃজন মঞ্জুশ্রী মণ্ডল১০/৭/২০২১
বিশ্ব পরিবেশ দিবস মোরা ফি বছর করি পালন,করি শুধু ক্যামেরাবন্দি, করি না গাছের লালন।শিশুর জন্ম দিলেও যেমন করতে হয় যত্ন,লালিত হওয়া বড় গাছ পরিবেশের রত্ন।ক্যামেরাবন্দি বন সৃজনে থাকে শুধু হা…
বিভাগ কবিতা
বন সৃজন
মঞ্জুশ্রী মণ্ডল
১০/৭/২০২১
বিশ্ব পরিবেশ দিবস মোরা ফি বছর করি পালন,
করি শুধু ক্যামেরাবন্দি, করি না গাছের লালন।
শিশুর জন্ম দিলেও যেমন করতে হয় যত্ন,
লালিত হওয়া বড় গাছ পরিবেশের রত্ন।
ক্যামেরাবন্দি বন সৃজনে থাকে শুধু হাঁকডাক,
অযত্নে গাছ নষ্ট হয়ে, থাকে পরিবেশ ফাঁক।
বছরের শুধু একদিন পরিবেশ রক্ষা হয় না,
সারাবছর করলে যতন পালনের জন্য রয় না।
লাগাতে হবে চারা গাছ রাস্তার ধারে ধারে,
একইভাবে সৃজন হোক পুকুরের পাড়ে পাড়ে।
গরু ছাগল খায় না যাতে দেখভাল করা চাই,
বৃক্ষ নিধন রোধ করার বিকল্প আর নাই।
বন সৃজন করার সাথে থাকে যেমন দায়ভার,
নিয়ম করে করলে রক্ষা পালনের নেই দরকার।