Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা
জীবনের নিক্তিতে****************✍️পম্পা বন্দ্যোপাধ্যায়১০.০৭.২১
কত মানুষ আছে আশপাশে,কতোজন গেছে চলে,ওরা দিয়ে গেছি স্মৃতি তাদের,আপনারা গেছে ভুলে।
কেউ ভালোবেসে এসেছে কাছে,কেউ করেছে ঘৃণা,কেউ করেছে নীরব পূজা,কেউ বা হয়েছে অচেনা।
এগিয়ে …

 


কবিতা


জীবনের নিক্তিতে

****************

✍️পম্পা বন্দ্যোপাধ্যায়

১০.০৭.২১


কত মানুষ আছে আশপাশে,

কতোজন গেছে চলে,

ওরা দিয়ে গেছি স্মৃতি তাদের,

আপনারা গেছে ভুলে।


কেউ ভালোবেসে এসেছে কাছে,

কেউ করেছে ঘৃণা,

কেউ করেছে নীরব পূজা,

কেউ বা হয়েছে অচেনা।


এগিয়ে দিয়েছে সাহায্যের হাত,

কেউ বা নিজের থেকে,

কেউ দিয়েছে অকারণে ব্যথা,

তিক্ততা গেছে রেখে।


তাদের দোষ হয়তো বা আছে,

কিছু খামতি আমারও,

তাদের মতের সাথে মেলেনি সুর 

অনুযোগ তাদেরও।


এমন বহুজনকে নিয়ে,

আমাদের বেঁচে থাকা,

তবু প্রয়োজন সবার আছে,

জীবনপ্রবাহে আঁকা।


জীবনের স্রোত সবকিছু নিয়ে,

এগিয়ে চলার কথা,

জীবননদীর তরঙ্গতে আছে,

সব কিছুর সার্থকতা।


কাউকে ছাড়াই কিছু চলবে না,

জীবনের প্রবাহেতে,

হাসি-কান্না মান-অভিমান প্রেম,

ধরা যে নিক্তিতে।