Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

স্মৃতিকথারিপন তালুকদার১১-০৭-২০২১ইং।
বর্ষাকালে বৃষ্টি ভেজা দুপুর।
শীতের ঘনকুুয়াশা ঢাকা ভোর।
রাত্রি জ্যোৎস্নাভর পূর্ণিমারাত।
আঁধারে ঢাকা ঘন অমাবস্যাতিথির রাত।
ভাদ্রমাসের তীব্রতর গরমের রৌদ্রতেজ।
শীতের ঘনকুুয়াশা ঢাকা শিশিরে ভেজা ভোর।
ফাল্গু…

 


স্মৃতিকথা

রিপন তালুকদার

১১-০৭-২০২১ইং।


বর্ষাকালে বৃষ্টি ভেজা দুপুর।


শীতের ঘনকুুয়াশা ঢাকা ভোর।


রাত্রি জ্যোৎস্নাভর পূর্ণিমারাত।


আঁধারে ঢাকা ঘন অমাবস্যাতিথির রাত।


ভাদ্রমাসের তীব্রতর গরমের রৌদ্রতেজ।


শীতের ঘনকুুয়াশা ঢাকা শিশিরে ভেজা ভোর।


ফাল্গুন আর বসন্ত খোলা বাতায়নে হাওয়া রাতদিন।


এই ভাবে কেটে যাই সবার জীবনের স্মৃতিমান।


বছর গেলে ঘুরে ফিরে আছে আবার যাই চলে জীবন থেকে--


শুধু বয়স গেলে আর ফিরে আছে না---

পাবে না ফিরে সেই হারানো শৈশব, কৈশোর, যৌবনকালের দিনগুলি।


বছর গেলে বছর আছে আবার যাবে চলে

এই ভাবে কেটে যাই জীবনীকালে পঞ্জিকাবর্ষ।


কোন একদিন হঠাৎ স্তব্ধ হবে প্রাণবায়ু

সবি হবে অতীত জীবনে থাকবে কিছু "স্মৃতিকথা। 

-----------