Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

কোলাঘাটে ভ্যাকসিনেশন ড্রাইভে মানুষের উৎসাহ

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটভ্যাকসিনের জন্য হাহাকার চলছে সারাদেশে। এরপর কলকাতায় একটি অমানবিক কান্ডের সারাবাংলা টিকাকরণ কর্মসূচিতে ধাক্কা, তারপর কোলাঘাটে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি রাজ্য জুড়ে খবরের শিরোনামে, দুর্নীতি নিয…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

ভ্যাকসিনের জন্য হাহাকার চলছে সারাদেশে। এরপর কলকাতায় একটি অমানবিক কান্ডের সারাবাংলা টিকাকরণ কর্মসূচিতে ধাক্কা, তারপর কোলাঘাটে ভ্যাকসিন নিয়ে দুর্নীতি রাজ্য জুড়ে খবরের শিরোনামে, দুর্নীতি নিয়ে বিক্ষোভ থেকে শুরু করে অবরোধ পর্যন্ত ঘটে গেছে। বর্তমানে টিকাকরণ কর্মসূচি ও বন্ধ। করোনা প্রতিরোধে অন্যতম উপায় ভ্যাকসিন। কোলাঘাট বাসি এখন দিশেহারা। একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের উদ্যোগে সরকারি ধার্যকৃত মূল্য প্রায় ৫০০ জন কে প্রথম ও দ্বিতীয় ডোজের ব্যবস্থা করতে দেখা গেল শুক্রবার। ভ্যাকসিন নিতে আসা মানুষজনের মধ্যে দেখা গেল উৎসাহ উদ্দীপনা। সংস্থার পক্ষে শুভঙ্কর বোস ও নকুল দাস বলেন একশভাগ সরকারি সুরক্ষাবিধিকে মান্যতা দিয়ে ভ্যাকসিনেশন ক্যাম্প সংগঠিত করা হয়েছে। লক্ষ্য একটাই মুক্ত ভারত গড়া। টিকাকরণ কর্মসূচিকে আন্দোলনের পর্যায়ে নিয়ে যাওয়া ও লক্ষ্য। এই এই ক্যাম্প করতে গিয়ে জেলা স্বাস্থ্য দপ্তর থেকে সবরকম সাহায্য পাওয়া গেছে বলে জানান।