বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটরাজ্যজুড়ে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। রবিবার ক্ষেত্রহাট হাইস্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে শিশ…
বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট
রাজ্যজুড়ে রক্তের সংকট মেটাতে এবার এগিয়ে এলো পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট ব্লকের ক্ষেত্রহাট শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ। রবিবার ক্ষেত্রহাট হাইস্কুলে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এই শিবিরে শিশুরোগ বিশেষজ্ঞ প্রবীর ভৌমিক শিবিরের তাৎপর্য, সেই সঙ্গে করোনাকালে কেন রক্তের প্রয়োজন তা বিস্তারিত ভাবে উপস্থিত রক্তদাতাদের কাছে তুলে ধরেন। সংক্ষিপ্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্ষেত্রহাট হারাধন ইনস্টিটিউশন এর প্রধান শিক্ষক অমলেন্দু ঘড়া, সংস্থার সম্পাদক দেবাশীষ সি, সংস্থার অন্যতম কর্ণধার তপন মাইতি, সুনীল মাইতি সহ এলাকার বিশিষ্টজনেরা। শিবিরে ৪৯জন রক্তদাতা রক্তদান করে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে।