Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

প্রকাশিত হলো সৌমিত্র রায়ের লেখা "আনন্দমঙ্গল"

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রথযাত্রা উৎসবের প্রাক্কালে রবিবার মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সৌমিত্র রায়-এর কাব্যগ্রন্থ "আনন্দমঙ্গল" । আনুষ্ঠানিক প্…

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর.... রথযাত্রা উৎসবের প্রাক্কালে রবিবার মেদিনীপুর শহরের হাতারমাঠে আই-সোসাইটির কার্যালয় ও আয়ুর্বেদচর্চাকেন্দ্রে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল সৌমিত্র রায়-এর কাব্যগ্রন্থ "আনন্দমঙ্গল" । আনুষ্ঠানিক প্রকাশ করেন কবি ও রঘুবংশ পত্রিকার সম্পাদক শ্রীকান্ত ভট্টাচার্য এবং কবি, ছড়াকার ও নয়ন পত্রিকার সম্পাদক বিদ্যুৎ পাল ৷ তাঁদের সহযোগিতা করেন কবি মৃত্যুঞ্জয় জানা ৷ বই প্রকাশ অনুষ্ঠানটিতে প্রত্যেকের মূল্যবান ছিল যে এই ধরনের একটা বই যেখানে মানুষের জীবনের সঙ্গে কবিতা ও কাব্যের একটা মিল আছে। বক্তব্য রাখেন কবি অরুণ দাস তিনি বলেন কাব্য সংস্কৃতির মেল বন্ধন হলো এই বইটি।

 


লেখক কবি সৌমিত্র রায় বলেন "প্রকৃতি-অধ্যাত্ম চেতনার সাথে বাস্তব জীবনের অপূর্ব মেল বন্ধন এই কবিতাগুলি"। কবি বিদ্যুৎ পাল বলেন তথ্যপ্রযুক্তি যুগে সৌমিত্র রায়ের "ই" কবিতা গোটা বাংলায় সংস্কৃতি জগতের এক উজ্জ্বল দৃষ্টান্ত। গবেষক ডঃ শান্তনু পাণ্ডা বলেন "যোগ নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি রয়েছে তা কাটিয়ে তুলতে এই বই খুব বাস্তব।


 সংস্কৃতির সঙ্গে বাস্তব জীবনের কবিতার যে মিল রয়েছে তা বইটির কবিতার গুলি মধ্যে ফুটে উঠেছে। বাংলার কাব্য সংস্কৃতিতে মঙ্গলকাব্যের ঐতিহ্যকে সম্মান জানিয়ে কবির এই উদ্যোগ ৷