Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

পাঁশকুড়া মেদিনীপুর ক্যানেলের দু'পাশে উচ্ছেদের আশঙ্কায় দিন কাটাচ্ছে বস্তিবাসীরা

বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাটপূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেদিনীপুর ক্যানেলের দুপাশে প্রায় হাজার বস্তি মানুষের চোখে এখন আতঙ্কের ছাপ ।যেকোনো সময় সরকার ক্যানেলের দুপাশের মানুষজনকে উচ্ছেদের জন্য হুকুম জারি করতে পারে । প…

 


বাবলু বন্দ্যোপাধ্যায়। কোলাঘাট

পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া মেদিনীপুর ক্যানেলের দুপাশে প্রায় হাজার বস্তি মানুষের চোখে এখন আতঙ্কের ছাপ ।যেকোনো সময় সরকার ক্যানেলের দুপাশের মানুষজনকে উচ্ছেদের জন্য হুকুম জারি করতে পারে । পাঁশকুড়া থেকে কোলাঘাট পর্যন্ত প্রায় হাজার বস্তির পাঁচ হাজার মানুষ দিন কাটায়। এই ক্যানেলের দুপাশে রুটি রোজগারের জন্য দোকান করে দুবেলা দুমুঠো অন্ন যোগার ও করছে মানুষজন। ইতিমধ্যে রাজ্য সরকারের সেচ দপ্তর জানিয়ে দিয়েছে ক্যানেল সংস্কারের জন্য তাদের নিজ নিজ দখলীকৃত জায়গা ছেড়ে দিতে হবে ।এই নোটিশ পাওয়ার পর বস্তিবাসীরা ক্ষোভে ফেটে পড়ে ।বস্তিবাসীরা দাবি জানায় তাদের পুনর্বাসন না দিয়েই ওই স্থান থেকে সরিয়ে দেওয়া যাবে না ।ইতিমধ্যে বস্তিবাসীদের নিয়ে একটি কমিটিও তৈরি করা হয়েছে। প্রকাশ্য কর্মসূচি গ্রহণ করেছে ।সেই সঙ্গে বিষয়টি পাঁশকুড়া থানার পাঁশকুড়ায় জানানো হয়েছে। সেচ দপ্তরের এসডিও এর নিকট প্রায় পাঁচ শতাধিক বস্তিবাসী পুনর্বাসন ছাড়া তাদের উচ্ছেদ করা যাবে না বলে দাবি জানায় । দপ্তরের পক্ষ থেকে বলা হয় পুনর্বাসনের দাবি তিনি উর্দ্ধতন কর্তৃপক্ষকে পাঠাবেন ।বস্তিবাসীদের নিয়ে যে কমিটি তৈরি করা হয়েছে সেই কমিটির নেতা কার্তিক বর্মণ, জগদীশ শাসমল বলেন আন্দোলন চলছে যতক্ষণ না আমাদের বিকল্প ব্যবস্থা না করে দেয়। সরকারপক্ষ ক্যানেলের দুপাশে বস্তিবাসীদের উচ্ছেদ করতে এলে আমরা তার প্রতিরোধ করব।