Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

শ্রী জৈন বুক ব্যাংক ও ক্যুইজ কেন্দ্রের যৌথ প্রচেষ্টায় ত্রাণ বিলি.

নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর......* কলকাতার শ্রী শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভার পরিচালিত শ্রী জৈন বুক ব্যাংকের উদ্যোগে এবং অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফ…

 


নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর......* কলকাতার শ্রী শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভার পরিচালিত শ্রী জৈন বুক ব্যাংকের উদ্যোগে এবং অবিভক্ত মেদিনীপুর জেলার অন্যতম অগ্রণী স্বেচ্ছাসেবী সংগঠন মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির ব্যবস্থাপনায় মঙ্গলবার পূর্ব মেদিনীপুর জেলার ইয়াস প্রভাবিত তিনটি এলাকার তিনশো মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়। পূর্ব মেদিনীপুরের সমুদ্র সৈকত এলাকার দীঘা মোহনা,দেশপ্রাণ ব্লকের আমতলিয়া এবং খেজুরি ২ ব্লকের কুঞ্জপুরের প্রতিটি এলাকায় ১০০ টি করে মোট ৩০০ টি পরিবারের মানুষের হাতে ত্রাণ তুলে দেওয়া হয়‌।শ্রী জৈন বুক ব্যাংকের আট সদস্যের দলে নেতৃত্ব দেন সুশীল কুমার জৈন। ক্যুইজ কেন্দ্রের পক্ষে উপস্থিত ছিলেন গৌতম বোস,মৌসম মজুমদার,আল্পনা দেবনাথ বোস, কৃষ্ণপ্রসাদ ঘড়া, সুভাষ জানা, সোমনাথ ঘোড়াই, মণিকাঞ্চন রায়, নরসিংহ দাস, শুভঙ্কর ভূঞ্যা,দুর্গাপদ মাসান্ত,সপ্তর্ষি চক্রবর্তী, বিশ্বজিৎ পাত্র,ভাস্করব্রত পতি,সুবিমল জানা,দিব্যেন্দু রায়, মৌমিতা মিশ্র,শুভময় মূলা,গৌতম নন্দ, সৌমেন গায়েন,পল্লব দাস,হারাধন মণি প্রমুখ।


 এইকাজে বিশেষভাবে সহযোগিতা করেন "বানভাসি খেজুরি"র অনিমেষ ঘোষ, সোমনাথ সামন্ত শোভনলাল দাসসহ আন্যন্যরা।উল্লেখ্য ইয়াসের পর ধারাবাহিক ভাবে কখনো একক কখনো যৌথ উদ্যোগে পূর্ব মেদিনীপুর জেলার ইয়াস কবলিত এলাকার মানুষ , সুন্দরবনের মানুষ ও করোনা পরিস্থিতিতে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বিপন্ন মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছে মেদিনীপুর ক্যুইজ কেন্দ্র।