Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

একাদশে ফি মকুব ও স্কুল খোলার দাবিতে জেলা জুড়ে পথ অবরোধে সামিল এআইডিএসও

অরুণ কুমার সাউ, তমলুক: করোনা অতিমারীর সংকটকালীন সময়ে ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় একাদশ শ্রেণিতে সম্পূর্ণ ভর্তি ফি মকুব, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা ফেরৎ, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা,…


অরুণ কুমার সাউ, তমলুক: করোনা অতিমারীর সংকটকালীন সময়ে ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুর জেলায় একাদশ শ্রেণিতে সম্পূর্ণ ভর্তি ফি মকুব, মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিলাপের টাকা ফেরৎ, স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা, উচ্চমাধ্যমিকের পরীক্ষা ফল প্রকাশের পর চূড়ান্ত বিশৃঙ্খলার প্রতিবাদে এবং গণপরিবহনে কনসেশন ভাড়ায় ছাত্রদের যাতায়াতের দাবিতে আজ ২৬ শে জুলাই পূর্ব মেদিনীপুর জেলার পাঁচটি জায়গায় পথ অবরোধের কর্মসূচি পালন করল ছাত্রসংগঠনের এআইডিএসও৷ কাঁথি, এগরা ভগবানপুর, মহিষাদল এবং নোনাকুড়ি বাজারে এই পথ অবরোধের কর্মসূচি পালিত হয়৷সংগঠনের পূর্ব মেদিনীপুর জেলা কমিটির সম্পাদক বিশ্বজিৎ রায় বলেন—" ইয়াস বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরে বহু স্কুল বিনা রশিদে সরকার নির্ধারিত ফি উপেক্ষা করে ব্যাপক টাকা আদায় করছে, পরীক্ষা না হওয়া সত্ত্বেও ফর্ম ফিলাপের টাকা ছাত্র-ছাত্রীদের ফেরৎ দেওয়া হচ্ছেনা।সমস্ত কিছু খোলা থাকলেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা হচ্ছে না। এর বিরুদ্ধে নানান প্রশাসনিক স্তরে প্রতিবাদ জানানোর পরে বাধ্য হয়ে আজকের এই অবরোধের কর্মসূচি গ্রহণ করা হয়েছে ৷


দাবি না মানলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে৷" আজকে কাঁথিতে কর্মসূচিতে নেতৃত্ব দেয় সংগঠনের জেলা সভাপতি স্বপন জানা,রাজ্য কমিটির সদস্য রজ্ঞিত জানা,ইন্দ্রজিৎ পড়্যা,৷ কাঁথিতে ৪০ মিনিট অবরোধ হয়৷পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়৷ মহিষাদলের নেতৃত্ব দেন সংগঠনের জেলা কমিটির সহ সভাপতি দীপঙ্কর মাইতি৷ নোনাকুড়িতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক বিশ্বজিৎ রায় ৷

নোনাকুড়ি বাজারে ১ঘন্টার অবরোধ চলে৷পথচলতি জনসাধারণ অবরোধে সামিল হয়ে যায়৷ভাগবানপুরে অবরোধে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য কমিটির সদস্য জলী জানা,লক্ষ্মণ ঘোড়ুই৷এগরা শহরে অবরোধের কর্মসূচীতে নেতৃত্ব দেন সংগঠনের রাজ্য সহ সভাপতি অশোক মাইতি৷