Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা #নীলাকাশ 
কলমে -- #শ্বেতা_ব্যানার্জী ৩০, ৬, ২১
কেন মেঘ ভাসাও বুকে কোন ইচ্ছে নিয়ে?কেন বও ভার!! কার অধীনে!!আমি থাকি কনুই ভরে ঘাসের উপর মন অধীনে। দূর্বাঘাসের তলপেটের ওই হলুদ ভাবেদাঁতের কামড় ঠোঁটের কোনে ইচ্ছে -ধিনে।
কেন জল সজল…

 


কবিতা #নীলাকাশ 


কলমে -- #শ্বেতা_ব্যানার্জী 

৩০, ৬, ২১


কেন মেঘ ভাসাও বুকে 

কোন ইচ্ছে নিয়ে?

কেন বও ভার!! কার অধীনে!!

আমি থাকি কনুই ভরে 

ঘাসের উপর মন অধীনে। 

দূর্বাঘাসের তলপেটের ওই হলুদ ভাবে

দাঁতের কামড় ঠোঁটের কোনে ইচ্ছে -ধিনে।


কেন জল সজল চোখে 

অবুঝ ভাবে, 

আমি তো সবসময়ই আছি মিশে।

ভাঙা মেঘের দোয়াত খুলে পড়লো কালি

এবার জানি কবির কলম উঠবে বেজে।


উঠেছে রুদ্রবীণায়

প্রলয় ঝড়..

প্রতিধ্বনির দৃপ্ত ফাঁদে করুন সুরে।

ভালোবাসা খোঁজ নিয়ে যায় বাতাস ঠেলে 

স্মৃতিদের ঘুম আসেনা মাতাল ঘামে। 


বেজেছে দেশ রাগে'তে

পন্ডিতি সুর...

দেখেছি ভালোবাসার প্রভাতি রঙ।

নীলকাশ যে গভীর ভাবে ব্যভিচারী

সবাই ভাবি এটা বুঝি ঈশ্বরের দান।


বিচ্ছুরণের গোলাপ ঠোঁটে

ধোঁয়াশা মেঘ

মরীচিকার সোহাগ মেখে ডাগরডোগর। 

বিস্ফোরণের সুপ্ত নেশায় বুঁদ হয়ে সে

সম্ভোগী সুর আঁকড়ে ধরে আঙুর রসে।