Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ কবিতাশিরোনাম -শব্দের মমত্ব কলমে-প্রতিমা সরকারতারিখ-৩০/৬/২০২১
শব্দেরা যেথায় আপন-মনে একা একা বিচরণ করে, মেতে থাকে না পরস্পরে ভাব বিনিময়ে সেথায় আমি যে বড় রুদ্ধ প্রাণ।
যেথায় শব্দেরা বাক্যে, চরণে, স্তবকে কবিতার পাহাড় গড়ে না…

 


বিভাগ কবিতা

শিরোনাম -শব্দের মমত্ব 

কলমে-প্রতিমা সরকার

তারিখ-৩০/৬/২০২১


শব্দেরা যেথায় আপন-মনে একা একা বিচরণ করে, মেতে থাকে না পরস্পরে ভাব বিনিময়ে

 সেথায় আমি যে বড় রুদ্ধ প্রাণ।


যেথায় শব্দেরা বাক্যে, চরণে, স্তবকে কবিতার পাহাড় গড়ে না অবলীলায়,

 সেথায় আমি যে বড় বিষন্ন!


যেথায় শব্দেরা ঢেউয়ের মত আছড়ে পড়ে না সমুদ্রের তটে,

সেথায় আমি যে শুষ্ক- তৃষ্ণার্ত বালুকণা।


যেথায় শব্দেরা পাগলপারা নদীর মত এলোমেলো পথে আপন মনে উদ্দেশ্যহীন প্রবাহিত হয় না, 

সেথায় আমি যে একেবারেই মৃত প্রায়।


যেথায় শব্দেরা কান্তারে

 পল্লবে- পল্লবে, ফুলে-ফলে ভরিয়ে দেয় না,

 সেথায় আমি যেন দাবানলে নিঃস্ব হওয়া বনভূমির মূল্যহীন কালো ছাই।


যেথায় শব্দেরা বর্ষার বারিধারায় চিৎকার করতে করতে উন্মাদের মত ভিজতে জানেনা,

সেথায় যে আমি  আবেগহীন এক পাথর মানুষ।


যে ভালোবাসার সম্পর্কে শব্দেরা অসার, নির্বাক, আত্মকেন্দ্রিক, সেই শব্দহীন নির্বাক ভালোবাসাকে আসন পেতে মন্দিরে প্রতিষ্ঠা দিয়ে শব্দদের উপর আমি  অবিচার করতে পারিনা।

কারণ আমি যে শিখিনি শব্দদের  তালা চাবি দিয়ে আটকে রাখতে

অন্ধকার স্যাঁতসেতে ঘরে।

কারণ ভালোবাসা সেতো শব্দদের স্পর্শে প্রাণ পায়।

শব্দহীন নিষ্প্রাণ ভালোবাসা যে বড় অনাথ।

সেই অনাথ ভালোবাসার যে ভীষণ প্রয়োজন শব্দদের মমত্ব।