Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ--কবিতাশিরোনাম--""বড় ক্লান্ত """কলমে--জয়া গোস্বামী৩০/০৬/২০২১
এক রাস্তায় হেঁটে হেঁটে আজ বড় ক্লান্তমনটা আজ কেবল বিদ্রোহে অশান্ত !!
ক্ষতটা আজ খুব গভীরে আমার বেদনায়প্রলেপ দেবার ক…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ--কবিতা

শিরোনাম--""বড় ক্লান্ত """

কলমে--জয়া গোস্বামী

৩০/০৬/২০২১


এক রাস্তায় হেঁটে হেঁটে আজ বড় ক্লান্ত

মনটা আজ কেবল বিদ্রোহে অশান্ত !!


ক্ষতটা আজ খুব গভীরে আমার বেদনায়

প্রলেপ দেবার কেউ নেই আজ আমায় !!


ভালোবাসার প্লাবনে শুধুই ভাসি দিনে রাতে

আপন করেছি যারে দিয়েছে মুছে হৃদয় হতে!!


অপেক্ষা করে সেদিনে নিয়েছি নির্বাসন

ভালোবাসাকে গোধূলির আগে দিয়েছি বিসর্জন !!


অভিমানী সূর্যও সেদিন ওঠেনি রাঙিন হয়ে

মুখ লুকিয়ে কেঁদে গিয়েছিল নিখোঁজ হয়ে!!


আমার চোখ এখন বৃষ্টির জ্বলচ্ছাসে ভেজে

নেই আলো আঁধারীর সম্পর্ক হৃদয় মাঝে!!


অপলক দৃষ্টিতে থাকি দূর অজানার খোঁজে

অভিমান থেমে গেছে আজ সম্পর্কের নির্লজ্জে!!


অনুভূতিটা রেখেছি চুপি চুপি এখনও তুলে

তোমাকে দেখার তৃষ্ণা কখন গিয়েছি ভুলে!!


মন অভিমানে আজ জীবন্ত লাশে পরিনত 

তোমাকে কিভাবে খুশি করা যায় থাকি অবিরত !!


আজ বহুদূরে মিথ্যা অজুহাতে আছো বসে

নিরালা নির্জনে স্মৃতি গুলো পাবে কি পাশে??


চেয়ে দেখো আকাশের পানে আছি অপেক্ষাতে

তোমার আগমনে জ্বেলেছি হাজার বাতি একসাথে!!