Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

// বুকে নদী হেঁটে যায়//নদী চলেছে ধীর গতিতে হেঁটেতির তির জলে পায়ের গোড়ালি যায় ভিজে।নদী দিয়ে হাঁটা পথের দু' তীর........., নদীর মাঝে হেঁটে যায় এপারের পা ওপারে, ওপারের ভালবাসা বহে আসে এপারে, নদী যেন হেঁটে যায় কূলে কূলে, …

 


// বুকে নদী হেঁটে যায়//

নদী চলেছে ধীর গতিতে হেঁটে

তির তির জলে পায়ের গোড়ালি যায় ভিজে।

নদী দিয়ে হাঁটা পথের দু' তীর........., 

নদীর মাঝে হেঁটে যায় এপারের পা ওপারে, 

ওপারের ভালবাসা বহে আসে এপারে,

 নদী যেন হেঁটে যায় কূলে কূলে, চঞ্চল অন্তরে.......।


সবুজের আঁকাবাঁকা রেখায় এঁকে যায় ছবি, ঘন শ্যামলের সাথে কচি সবুজের লুকোচুরি ! 

নদী চলেছে আপন মন্থর গতিতে তার সাথে কত সময় ভেসে যায়, কত শ্রাবণের মুখবারি!


নদীর নামের দাও যে কোন ব্যঞ্জণা;

হতে পারে তার নাম ফুলেশ্বরী কিংবা রঞ্জনা!

নদী হেঁটে যায় তোমার আমার বুকের ভিতর এঁকেবেঁকে নিস্তরঙ্গে।

সেই বহমান ধ্বনির অনুরণন শুনি শিরায় শিরায় আমৃত্যু, স্পন্দিত জীবনরঙ্গে।


নামে কি যায় আসে নদীর............, 

চলার গতি যদি থামে সাগর সঙ্গমে। 

তবেই তার পথের উপন্যাসের সার্থকতা, 

নইলে বিয়োগান্তের মরমী ব্যথা !

//////১২/৮/২১////পাটুলী////////////////