Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাশিরোনাম - দূরদেশে পরবাসেকলমে - বিশ্বজিৎ পোদ্দারতারিখ - ২৫/৮/২১(৮ + ৬)তরলপয়ার ছন্দ
রুখা শুখা কত ভুখা   গিরিপথ মাঝেপাখতুন  পুশতুন        কাবুলের  সাঁঝে,জীবনের খেলাঘর      হেলমন্দ চর,বহু দূরে যায় ঘুরে       নাহ…

 




দৈনিক কবিতা প্রতিযোগিতা

শিরোনাম - দূরদেশে পরবাসে

কলমে - বিশ্বজিৎ পোদ্দার

তারিখ - ২৫/৮/২১

(৮ + ৬)

তরলপয়ার ছন্দ


রুখা শুখা কত ভুখা   গিরিপথ মাঝে

পাখতুন  পুশতুন        কাবুলের  সাঁঝে,

জীবনের খেলাঘর      হেলমন্দ চর,

বহু দূরে যায় ঘুরে       নাহি আছে ডর।

পেটে টান গোঁফে শান পাগড়ির সাজে,

গিরিখাত প্রাণপাত      পামির বিরাজে।

দেশান্তর বাঁধে ঘর        রুবাবের সুরে,

দুরানির জাহানির       হতে ক্রোশ দূরে।

আহমাদ ফারহাদ        আফগান গান

হাজারার তবলার        সুর লয় তান।

কিশমিশে মধু মিশে     ও ফেরিওয়ালা,

মিনি বসে ওই  আশে   কাবুলিওয়ালা।

বেদানাতে  আঙুরেতে  হেরাতের স্বাদ,

পরবাসে ঈদ আসে     গজনীতে চাঁদ।

পরিবার পরপার       একাকী জানাজা,

গজলের গালিবের.    দূর দেশে সাজা।

আদি হতে এই প্রাতে  ভিন দেশে ঘর,

ও সীমানা নেই মানা   ওপারে কবর।

তালিবান বামিয়ান     বিদায় এ ভূমি,

কোলকাতা 'মেরা পাতা' রহমত তুমি।