কবিতা বিভাগ তপনকুমার বন্দ্যোপাধ্যায় ২৫/০৮/২০২১০৮ই ভাদ্র ১৪২৮
বৃত্ত
সূর্যাস্ত দেখেছি বহু, সূর্যোদয় দেখা হয় নাই ম্রিয়মাণ শব্দগুলো পঙ্গু ঘোড়ার মতো হাঁপায়।
বাতাসে আর্দ্রতা আর শীকর আধিক্য ঃ
অন্ধকারে রেখ না প্রভু,জন্মদিনে আলো দাও।
বৃত্ত ভা…
কবিতা বিভাগ
তপনকুমার বন্দ্যোপাধ্যায়
২৫/০৮/২০২১
০৮ই ভাদ্র ১৪২৮
বৃত্ত
সূর্যাস্ত দেখেছি বহু, সূর্যোদয় দেখা হয় নাই
ম্রিয়মাণ শব্দগুলো পঙ্গু ঘোড়ার মতো হাঁপায়।
বাতাসে আর্দ্রতা আর শীকর আধিক্য ঃ
অন্ধকারে রেখ না প্রভু,
জন্মদিনে আলো দাও।
বৃত্ত ভাঙি বৃত্ত গড়ি নিজস্ব খেয়ালে ঃ
আমার জন্ম প্রতিদিন, --মৃত্যও
পুড়ে যাবার আগে শবদেহকে জানাই প্রণাম
কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়