Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম- এক চিলতে রোদ্দুরকলমে- মধুমিতা হালদার তারিখ-11/8/2021
ভেবেছিলাম তোমার ভালোলাগা গুলো পেছনে ফেলে শূন্য হৃদয়ে মন্দটাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। 
চাওয়া পাওয়ার বাঁধ আটকে স্বপ্নেরা গা ভাসিয়ে নিজের একটা আস্তানা খুজেঁছিল। 
 খুশির…

 


শিরোনাম- এক চিলতে রোদ্দুর

কলমে- মধুমিতা হালদার 

তারিখ-11/8/2021


ভেবেছিলাম তোমার ভালোলাগা গুলো পেছনে ফেলে শূন্য হৃদয়ে মন্দটাকে সঙ্গে নিয়েই এগিয়ে যাব। 


চাওয়া পাওয়ার বাঁধ আটকে স্বপ্নেরা গা ভাসিয়ে নিজের একটা আস্তানা খুজেঁছিল। 


 খুশিরা সাড়া দিয়ে বলে উঠলো হিসেব ছেড়ে আমার সঙ্গ ধর। 


মন খারাপের বারান্দায় আজ হঠাৎ ই রোদ এসে উঁকি দিল। 


কেন? জানিনা সব অন্ধকার মনে হলো ঘুচলো বুঝি! 


অনেক ভালোলাগা, আনন্দ, উচ্ছ্বাস জীবন থেকে হারিয়ে গেছিলো। 


তারই  মাঝে রোদের ঝলমলে চাউনি এসে পড়লো বারান্দার এক কোণে। 


বড্ড একা হয়ে গেছিলাম, চারিদিকে শুধু মানুষের অনিচ্ছা গুলো কাজ করছিলো। 


হাড়ের ভেতরে বিধঁছিলো জ্বালা ধরা কষ্টের হাহাকার।


এলোমেলো জীবনে সুর তাল ছন্দ হারিয়ে বেরঙীন ইচ্ছেরা কখন নিজের অজান্তেই বাসা বেঁধে ফেলেছিল। 


আজ আমি ব্যর্থ নই,সত্যিই বুকের ভেতর চাহিদা গুলো জেগে উঠলো ওই রোদের চাউনিতে ।