Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

দৈনিক কবিতা প্রতিযোগিতাবিভাগ - কবিতাশিরোনাম - শ্রাবণ উৎসবকলমে - স্বপ্না মুখার্জীতারিখ - ০৬.০৮.২০২১
ওই যে দূরে সবুজ ঘেরা ছোট্ট আমার গাঁয়ে,শ্রাবণ ধারা ভাসিয়ে ভেলা চড়ছে খুশীর নায়ে ।
ঝাপসা হলো মাঠের পারের দূরের তমাল সারি ,ঝোড়ো বাত…

 


দৈনিক কবিতা প্রতিযোগিতা

বিভাগ - কবিতা

শিরোনাম - শ্রাবণ উৎসব

কলমে - স্বপ্না মুখার্জী

তারিখ - ০৬.০৮.২০২১


ওই যে দূরে সবুজ ঘেরা 

ছোট্ট আমার গাঁয়ে,

শ্রাবণ ধারা ভাসিয়ে ভেলা 

চড়ছে খুশীর নায়ে ।


ঝাপসা হলো মাঠের পারের 

দূরের তমাল সারি ,

ঝোড়ো বাতাস বইছে বেগে 

আকাশ মেঘলা ভারি ।


দীঘির জলে হাই তুলেছে

পদ্ম ফুলের কলি,

তার সুবাসে আকূল হয়ে

জুটছে যত অলি ।


প্রিয়ার হাতের সোহাগ নিয়ে

মেঘ বলাকার সাথে ,

উড়লো চিঠি দূরের গ্রামে

পৌঁছবে কাল প্রাতে ।।