Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#কতদূরে আর নিয়ে যাবে বলো
ডা.শামস রহমান ২২ শ্রাবণ'১৪২৮;ইং ০৬/০৮/২১
ওর মনটা নরম বৃষ্টিতে ভেজা মাটির মতন,গাঁথা শিল্পীর কোন মূর্তিকি যে ভাল লাগে চোখেতে হারাই মনেতে বসাই,উদয়াস্ত দেখে ধরতী!দু'টি গোলাপের পাপড়ি ঔষ্ঠঅধরে ধর,ছড়াও পলক…

 


#কতদূরে আর নিয়ে যাবে বলো


ডা.শামস রহমান 

২২ শ্রাবণ'১৪২৮;ইং ০৬/০৮/২১


ওর মনটা নরম বৃষ্টিতে ভেজা মাটির মতন,গাঁথা শিল্পীর কোন মূর্তি

কি যে ভাল লাগে চোখেতে হারাই মনেতে বসাই,উদয়াস্ত দেখে ধরতী!

দু'টি গোলাপের পাপড়ি ঔষ্ঠঅধরে ধর,ছড়াও পলকের মায়া কপোলের তিলে

কত ভাল লাগে কাছে এলে প্রিয়তমা,নীরবেই সব কথা বলে গেলে!

মনে আগুন লাগে এই শ্রাবণের বর্ষণে,তারে নেভাই যে কেমন করে

পাশে থেকে মনে উষ্ণতা ছড়াও,কামানলে সর্বাঙ্গ যে যায় পুড়ে!


গল্প তোমার সারারাত শুনি মিষ্টিমধুর সম্ভাষনে,মাধবী মল্লিকারা দেয় উঁকি

কিছু কথা বাকি চাঁদ উঁকি দিয়ে যায়,ভিজে জ‍্যোৎস্নায়  

ছিল যে সাক্ষী!

কি মধুর আশায় নিবিড় ভালোবাসায়,বলেছে রূপকথা  মনে ছিল যত বাকি

উতলা পবন শোনে চুপকথা যেন,চলে গেল কখন যে দিয়ে ফাকি।


মিঠে সে কল্পনা সাজায় আল্পনা,স্বপ্ন ছিল তার মনে একরত্তি

লিখতে গিয়ে সে যেন হয়ে গেল,বেলী চম্পা চামেলীর 

ফুল মঞ্জরীতে

মেঘ মেঘে বেলা যত মেঘবালিকার খেলা,কতদূরে আর নিয়ে যাবে বলো

আকাশের কাছে শুধু মেঘ জমেছে,সে ভিজে আঙিনায়  সঙ্গী হয়ে এলো !


#কবিস্বত্ব_সংরক্ষিত।