Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

*    হাসতে হাসতে   *    ---------------------------শৈলেন্দ্র নাথ চক্রবর্তী। কোন্নগর, হুগলি। --------------------------------------------------------
মানুষটা হাসতো ।কতো কিছুতেই না মানুষটা হাসতো !তার আবেগ ঝরে ঝরে পড়তোকখন কিসে , তা …

 


*    হাসতে হাসতে   *

    ---------------------------

শৈলেন্দ্র নাথ চক্রবর্তী। কোন্নগর, হুগলি। 

--------------------------------------------------------


মানুষটা হাসতো ।

কতো কিছুতেই না মানুষটা হাসতো !

তার আবেগ ঝরে ঝরে পড়তো

কখন কিসে , তা কে জানতো? 

যেখানে কাঁদা সেখানেও হাসা 

অদ্ভুত ভারী অদ্ভুত তো! 

মানুষটা যখন ছেলেমানুষ ছিল 

পড়ে গিয়ে ব্যথা পেতো ঠিকই

তবু হাসতে হাসতে উঠতো। 

হাসতো আর হাসতো। 

হাসতে হাসতে দুঃখকষ্ট অন্যের ,

নিজের করে নিতো ।

এমন মানুষ হাজার মানুষের ভিড়ে

একটা মানুষ আস্ত একটা মানুষ হয়ে উঠতো।

অনেকেই তাকে ভালোবাসতো , এখনও বাসে। 

অনেকে বাসেও না। সে কিন্তু ছাড়ে না ,

কাউকে ভালোবাসতে ছাড়ে না। 

হাসতেও ছাড়ে না।