Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #শিরোনামঃ মুখোমুখি #কলমেঃ মধুপর্ণা বসু #তারিখঃ ২৬/৮/৮২০২১
দুটো মন ছুঁয়েছিল একুশ যখন,এলোমেলো ঝরে পড়া শব্দ তখন। কিছু ছিল প্রশ্রয় অগাধ প্রতিশ্রুতি ভিড়ে মেশা হারজিৎ নেশা মতিগতি। 
তারপর বিপরীতে ভুলের মাশুল মনের …

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#শিরোনামঃ মুখোমুখি 

#কলমেঃ মধুপর্ণা বসু 

#তারিখঃ ২৬/৮/৮২০২১


দুটো মন ছুঁয়েছিল একুশ যখন,

এলোমেলো ঝরে পড়া শব্দ তখন। 

কিছু ছিল প্রশ্রয় অগাধ প্রতিশ্রুতি 

ভিড়ে মেশা হারজিৎ নেশা মতিগতি। 


তারপর বিপরীতে ভুলের মাশুল 

মনের উঠোন জুড়ে শুধু বিষফুল।

হাঁটা পথ হয়ে গেছে ঠিকানাহীন ভ্রষ্ট 

ভাবনারা রঙরুটে অচেনায় অস্পষ্ট। 


কবেকার ঝড়বৃষ্টির পর একবার 

অপেক্ষা করে আছে উপসংহার।    

মুখোমুখি হঠাৎই আচমকায় আসা

নতুন চেনার পর্বে শেখা পরিভাষা। 


দুটো চোখ জুড়ে ছিল স্বপ্ন আকাশী 

কথারা আজ চুপ শুধু মন বানভাসি 

কিছু ভুল স্বরলিপি জোড়াতালি থাক,

অভিমানী দুটো মন ভালোবাসা পাক।