Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ       : কবিতা শিরোনাম  : ঢেকে রাখো তারে বন্ধ বুকের সীমান্ত পরে...স্থান           : হাজারিবাগ ঝাড়খন্ড তারিখ       : ০৬/০৮/২০২১~~~~~~~~~~~~~~~~~~~~~ সৃজনে       : তা প স  পা ল ~~~~~~~~~~~~~~~~~~~~~পৃথিবীর বুকে লজ্জা ঢাকার শরী…

 


বিভাগ       : কবিতা 

শিরোনাম  : ঢেকে রাখো তারে বন্ধ বুকের সীমান্ত পরে...

স্থান           : হাজারিবাগ ঝাড়খন্ড 

তারিখ       : ০৬/০৮/২০২১

~~~~~~~~~~~~~~~~~~~~~ 

সৃজনে       : তা প স  পা ল 

~~~~~~~~~~~~~~~~~~~~~

পৃথিবীর বুকে লজ্জা ঢাকার শরীর না থাক্, 

লজ্জা তো আছে...

কোথা যাও সুন্দরী মম? পাঁচ সেমিতে হতবাক,

বরষার ভেজা প্রেম, স্যাত্ স্যাতে দুচোখ, 

ঠোঁটের রং জলস্পর্শে প্লাষ্টিক পেইন্ট...

বিন্দু বিন্দু বরষামৃত লেগেছে তাতে, 

হৃদয় ছুঁয়েছে কখন,কখন ছুঁয়েছ হৃদয় আগল...

তুমি যাকে ভালোবাস,কাজলে কাজল স্বপ্ন আঁকা,

ঢেকে রাখো তারে বন্ধ বুকের সীমান্ত পরে...

হয়তো চেয়েছিলে কেউ তো বুঝুক, 

চেতনে না হোক অবচেতনে শুনতে চেয়েছ, 

কোন একটি পুরুষ কন্ঠ বলুক সুন্দর রমণী! 

আসমুদ্র বহুমূল্য এই ইচ্ছে প্রবাহিত বায়ু প্রবাহে...

চোখের যুগলে বাজুক অপারগতার ব্যথা, 

ব্যথার ভিতর আস্বচ্ছ অমৃতজল ফল্গুর মতন...

নিঃশেষিত হৃদয়ের একনিষ্ঠ আহ্বান 

একা জেগে রয়, 

সৃষ্টির অজানা অংশ কাছে আসতে চায়, 

ভালোবাসতে চায় নিজ অধিকারে, 

অনন্ত ফাল্গুন ডাক দিয়ে যায় 

বুকের ভিতরে কার...

ঝরে ফুল নড়ে পাতা, মনের অন্ধকারে, 

দেহের ছায়ার মত...

অভিভূত কবির মতন কখন ভেবে নিয়েছি, তোমাকে কবিতা আমার...

ঐ দুচোখে দেখি অনন্ত আকাশ, 

ঝাঁকে ঝাঁকে পাখি উড়ে যায়...

খোলা চুলে যুগান্তের অন্ধকার ঠেলে 

গলিত জোছনার শুনি ছঠফট...।