ক্ষতির এ্যনসাইক্লোপিডিয়া // দে বা শী ষ
স্বপ্ন মঞ্চস্থ হয় যদিও -জীবনের শেষ অধ্যায় আসলে সূত্রপাত ;কয়েকলক্ষ আবিষ্কারের পাশে বসে হাতে হাত দিয়ে পৃথিবীর রং চেনা ;
যে গ্যাছে চলে কিংবা শ্মশানের দোরগোড়ায় -তাঁদের দেখলেই আরও বেশী বাঁচার অধি…
ক্ষতির এ্যনসাইক্লোপিডিয়া // দে বা শী ষ
স্বপ্ন মঞ্চস্থ হয় যদিও -
জীবনের শেষ অধ্যায় আসলে সূত্রপাত ;
কয়েকলক্ষ আবিষ্কারের পাশে বসে হাতে হাত দিয়ে পৃথিবীর রং চেনা ;
যে গ্যাছে চলে কিংবা শ্মশানের দোরগোড়ায় -
তাঁদের দেখলেই আরও বেশী বাঁচার অধিকার জন্মায়,
আরও বেশী তৈরী হয় সেতু,
যেখানে শব্দহীন আকাশ আর শীতল মরুপথ ।
কখনো ইচ্ছে হয় দরকষাকষি করি -
ভাবনাদের উল্টেপাল্টে দেখি,
সাগরের কলার ধরে টেনে - পাহাড়ের কানমুলে,
প্রশ্ন করি -কেনো জেগে আছো?
বহু বছর সময় চলে যায় এভাবেই,
প্লাস্টার খসা দেওয়াল আর ছেঁড়া চটিময় মন -
বুঝতে বুঝতে সবটাই হয়ে ওঠে আপন -
সবকিছুই সম্ভব হয়ে যায়,
ভবিষ্যতের চিতা চিতা রং -
পোড়াগন্ধে মেখে ভাত খাওয়া রোজ,
সমাধির পরে - আমরাও জেগে থাকি আশায় -
সূর্যটাকে চশমা পড়াবো - নতুন ভোরে ।