Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

বিভাগ- -- কবিতা শিরোনাম- -- শূণ্যতায় রোজকলমে- -- রত্না পাল তারিখ- ---05*8*2021 _____________________________
বেঁধে ছিলাম এক খেলাঘর রঙিন স্বপ্ন আবরণেখুশির কিরণে লাগলো দোলা অবুঝ সবুজ মনে 
পাশে এসে দাঁড়িয়েছিলে  সুজন সখার মতো দুখের দিন…

 


বিভাগ- -- কবিতা 

শিরোনাম- -- শূণ্যতায় রোজ

কলমে- -- রত্না পাল 

তারিখ- ---05*8*2021 

_____________________________


বেঁধে ছিলাম এক খেলাঘর রঙিন স্বপ্ন আবরণে

খুশির কিরণে লাগলো দোলা অবুঝ সবুজ মনে 


পাশে এসে দাঁড়িয়েছিলে  সুজন সখার মতো 

দুখের দিনে থাকবে সাথে হয়েছিলে সম্মত ।


কৃতজ্ঞতায় ভরিয়েছিলাম চাওয়া পাওয়ার হাত 

প্রয়োজনে প্রিয়জন হয়ে বিপদে দিয়েছি সাথ ।


বিপদ কালে বিষন্নতায় নিজের নাওনি যতন 

পাশে থেকে নিয়েছি দায় আপন জনের মতন ।


কর্ম সূত্রে যাত্রা হলো অন্য  আরেক  দেশে 

বলে গেলে ফিরবে না হয় কাজের অবকাশে  ।


 দূরে গিয়ে  ভুলেই গেলে ! নাও না কেন খোঁজ !

 ভাবনাগুলো নিত্য কাঁদায় শূণ্যতায় মরি  রোজ 


জানি না কোন কারণে , কোন  সে নিয়ম  রয়

দূরে গেলেই এমন করেই আপন ভুলতে হয় !


নিঃস্ব হলাম রিক্ত হলাম করলে মোরে বাতিল 

ছল করে আজ প্রতারণায়   নিজেই হলে সামিল ।


কত প্রশ্ন নিত্য মরে  উওর  পাওয়ার  প্রত্যাশায় 

অবহেলার বিষাদ ছুঁয়ে  মন নিশ্চুপ নরুপায় ।


------------------------------------------------'--------'----