Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

ক্যাসিওপিয়া-সাহিত্য-পত্রিকা-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

কবিতা :- সেই চোখের বিরান চরে🍁কলমে :- রাজীব মুখার্জী।তারিখ :- ১২ ই আগষ্ট ২০২১.
ওই চোখের ভাষার অর্থ আজও আমি পাইনি খুঁজে ডুবুরি হয়েও গভীরতার তল আর কোথায় পেলাম ?বনপলাশীর ঝিলের মতো সেই গভীর কালোজলে --চোখের ভাষা খুঁজতে গিয়ে নিজেই  ডুবে…

 


কবিতা :- সেই চোখের বিরান চরে🍁

কলমে :- রাজীব মুখার্জী।

তারিখ :- ১২ ই আগষ্ট ২০২১.


ওই চোখের ভাষার অর্থ আজও আমি পাইনি খুঁজে 

ডুবুরি হয়েও গভীরতার তল আর কোথায় পেলাম ?

বনপলাশীর ঝিলের মতো সেই গভীর কালোজলে --

চোখের ভাষা খুঁজতে গিয়ে নিজেই  ডুবে গেলাম ।


জ‍্যোৎস্না রাতে বাঁধনহারা আমার নৌকা বিলাস 

ঝুপসি আঁধার হিজল বনে জমাট বেঁধে থাকে ,

তোমার পথে প্রদীপ জ্বালে বনের মত্ত জোনাকী 

রাত কৌমুদী তোমার জন্য দুয়ার খোলা রাখে ।


নীল আঁখির উদার সমুদ্রে আমি মুক্তা অভিলাষী

গভীর জলের মায়ার টানে নেমে আসে বিরহী চাঁদ ,

বাঁধন হারা সুরের নেশায় মত্ত মন বাউলের দোতারা

ভেঙে গেছে বুকের মাঝে থাকা আট কুঠুরির  বাঁধ ।


তার হালকা হাসির  স্পষ্ট রেখায় অনির্বচনীয় সুখ 

নিশির ঘোরে হাতড়ে বেড়াই বাঁকা হাসির দিশা ,

 বিকেলে সুখের বৃষ্টি আমায় ভেজায় হঠাৎ করে 

মত্ত অলি নিত্য করে  ওই দীঘল চোখের নেশা ।


তবুও অবগাহনের সাধ জাগে নিস্তরঙ্গ সিন্ধুর জলে 

যেখানে জ‍্যোৎস্না গলিত সুবাস হয়ে পৃথিবীর পথে ,

তোমার চোখের টানে সমুদ্র মোহনার জলে ভাসায়--

নীল শতদল,  অনাদিকাল  আছে মিথ‍্যে অপেক্ষাতে ।🍁


------------------------------------------------------------------