#প্রতিযোগিতা_প্রতিদিন#বিভাগ___কবিতা#শিরোনাম____বৃষ্টি_ফোঁটায়#কলমে_______পঙ্কজ""""""""""""""''''""""""""…
#প্রতিযোগিতা_প্রতিদিন
#বিভাগ___কবিতা
#শিরোনাম____বৃষ্টি_ফোঁটায়
#কলমে_______পঙ্কজ"
"""""""""""""''''"""""""""""।
১৩/০৮/২০২১
শ্রাবণ মেঘে
আসছে বেগে
বৃষ্টি ফোঁটা ওই
ঝরছে পানি
ভিজবো আমি
ধরতে পারি কই।
হাত বাড়িয়ে
যাই এগিয়ে
ধরবো বলে আমি
আলতো করে
দিলেম ছেড়ে
আমার শাড়ী খানি।
আকাশ কাঁদে
কালো মেঘে
গুড়গুড় গুড় ডাকে,
উতল হাওয়ায়
শাড়ী ওড়ায়
জাড়িটে ধরার ফাঁকে।
বাদল দিনে
তোমায় বিনে
ভিজতে থাকি একা,
বিকেল বেলায়
এই অবেলায়
নেইতো তোমার দেখা
বৃষ্টি নামে
সম্মুখ পানে
রিমঝিম ঝিম সুরে
আনন্দে তাই
হারিয়ে যাই
বৃষ্টিতে মন ভরে।।///
#পঙ্কজ