দৈনিক কবিতা প্রতিযোগিতা
ঘুরে দাঁড়ানোর কবিতা কৌশিক চট্টোপাধ্যায়২৪/০৮/২০২১
বারেবারে হারিয়ে যাওয়া জীবনের স্বপ্ন সাম্রাজ্যআবার সাজিয়ে তুলছি বিপন্ন সময়ের কোলে,অন্ধচাঁদের শিশির রাতে ভালোবাসা আসেবিষাদের অক্ষরমালা দিয়ে জীব…
দৈনিক কবিতা প্রতিযোগিতা
ঘুরে দাঁড়ানোর কবিতা
কৌশিক চট্টোপাধ্যায়
২৪/০৮/২০২১
বারেবারে হারিয়ে যাওয়া জীবনের স্বপ্ন সাম্রাজ্য
আবার সাজিয়ে তুলছি বিপন্ন সময়ের কোলে,
অন্ধচাঁদের শিশির রাতে ভালোবাসা আসে
বিষাদের অক্ষরমালা দিয়ে জীবন সৃষ্টি হয় ।
শকুনি পাশা খেলতে বসেছে ভগবানের সঙ্গে,
নদী, মাটি, ফুল জিতে অট্টহাসি হাসছে শকুনি,
এখন দিগন্তের উন্মুক্ত বায়ু বাজি ধরেছে ভগবান
উন্মুখ হয়ে তাকিয়ে আছে সম্মোহিত সভাসাদেরা ।
আমাদের সব কিছু যেতে বসেছে চলমানতার গর্ভে
জ্যোৎস্নাবিহীন হয়ে যাচ্ছে অসহায় সন্ধ্যা
অরণ্যের গভীরে হারিয়ে যাচ্ছে একে একে
সোনালী আলোর সাথে বেড়ে ওঠা শৈশব ।
এখন জানালা দিয়ে স্বপ্নগুলো আসছে
জোনাকির সোনালি আলোর সাথে
ওদের অবারিত আসতে দিতে যদি পারো
আমি আবার শৈশব কবিতা লিখতে পারি ।
@ কৌশিক চট্টোপাধ্যায়
---------০০০০০০০--------